১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। সেই ম্যাচে ইংলিশ লিগের তারকা ফুটবলার হামজা চৌধুরী খেলতে আসছেন। এ ছাড়া কানাডা লিগের সামিত সোমেরও খেলার কথা রয়েছে। এ ম্যাচকে সামনে রেখে রবি আজিয়াটা নিয়ে এসেছে সুপার রবিবার অফার। এর মাধ্যমে ভিআইপি গ্যালারিতে বসে খেলার দেখার সুযোগ পাবেন বিজয়ী গ্রাহকরা। গতকাল রবি আজিয়াটার করপোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রবি ও বাফুফে কর্মকর্তারা। রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এম রিয়াজ রশিদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদসহ অন্যরা। বাফুফের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমসহ নির্বাহী কমিটির কয়েকজন উপস্থিত ছিলেন। এ সময় দুই পক্ষ থেকেই বলা হয়, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।