মিয়ানমারের মাটিতে ঐতিহাসিক জয়ে মিয়ানমার জয় করেছিল নারী জাতীয় ফুটবল দল। এবার হকিতে চীন জয় করলেন বাংলাদেশের যুবারা। রবিবার অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে বাংলাদেশ ৫-২ গোলে চীনকে হারিয়েছে। চীনের দাঝুতে এ গুরুত্বপূর্ণ জয়ে টানা তিন ম্যাচ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুল ‘এ’-তে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। আজ যুবারা পাকিস্তানের বিপক্ষে লড়বেন।
প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারানোর পর শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে হারিয়েছিল। চীনের বিপক্ষে জয় বড় ঘটনা না হলেও ব্যবধানটা এত বড় হবে কেউ ভাবেননি। দাঝুতে দুর্দান্ত খেলেই চীন জয় করেছেন বাংলাদেশের যুবারা। সাত মিনিটেই ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ব্যবধান দ্বিগুণ করেন বিশাল আহমদ। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই গোল পায়নি। তৃতীয় কোয়ার্টারে চীন একটি গোল শোধ করলে ম্যাচ জমে ওঠে। এরপর জনি ইসলাম, ইসমাইল ও অমিত হাসান ব্যবধান ৫-১ করলে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে চীন একটি গোল দিলেও বাংলাদেশ সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে। এদিকে নারী বিভাগে বাংলাদেশ ৩-০ গোলে হংকংকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথমবারের মতো শীর্ষ চারে জায়গা করে নিয়েছে।