দেশের খেলাধুলা জগতের নতুন আকর্ষণ বসুন্ধরা স্পোর্টস সিটি। এখানে ক্রিকেট ও ফুটবল স্টেডিয়ামের পাশাপাশি রয়েছে টেনিস ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইনডোর-আউটডোর খেলার সুযোগ-সুবিধা। রয়েছে আন্তর্জাতিক মানের একটি সুবিশাল জিমনেসিয়াম। এসবের মাঝে প্রতিষ্ঠা করা হয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ। ফলে নতুন প্রজন্মের কাছে বসুন্ধরা স্পোর্টস সিটি এখন জনপ্রিয় ক্রীড়া কেন্দ্রে পরিণত হয়েছে। যা ছিল দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দীর্ঘদিনের স্বপ্ন। তাঁর ব্যক্তিগত উদ্যোগের ফলেই আজ স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। গতকাল বসুন্ধরা স্কুল এন্ড কলেজের নিজস্ব দুটি খেলার মাঠ উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিছুর রহমান। গতকাল বিকালে বেলুন উড়িয়ে ফুটবল মাঠ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে ছেলে, মেয়ে ও অভিভাবকদের মধ্যে পৃথক ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। উদ্বোধনের সময় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. আনিছুর রহমান বলেন, ‘এটি শুধু একটি মাঠ নয়, আগামী প্রজন্মকে বুননের ক্ষেত্র। যা খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাবে। আমাদের চেয়ারম্যান স্যারের অনেক দিনের স্বপ্ন ছিল প্রতিষ্ঠানের নিজস্ব মাঠ থাকবে। সেটা এবার পূরণ হয়েছে। তাঁর প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। তিনি যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন সেই দোয়াই থাকবে।’ এ ছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব কমপ্লেক্সের আওতায় সুইমিংপুল, লনটেনিস, ভলিবল ও ফুটসাল গ্রাউন্ডের কাজ চলমান। যা অল্প কিছুদিনের মধ্যেই চালু করা হবে বলে জানান বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক এ ডিজি। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (স্পোর্টস) জাকিয়া সুলতানা সুবর্ণা বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা খেলাধুলার প্রতি খুবই আগ্রহী। ফলে মাঠ দুটি তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা করবে। বিকশিত শিক্ষার্থীরা ভূমিকা রাখবে দেশের ক্রীড়া জগতে। পাশাপাশি বসুন্ধরা স্পোর্টস সিটি তো নাগালের মধ্যেই আছে।’
শিরোনাম
- সংগঠনের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা দেবে যুবদল
- ২৫ বছর পর ‘লগান’র সেই গ্রামে আমির খান
- বিদেশি শিক্ষার্থীদের জন্য ই-ভিসা চালু করলো যুক্তরাজ্য
- ববি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দীন
- দিনাজপুরে মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নানযাত্রা উৎসব
- বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
- মোংলায় কোস্ট গার্ডের শিক্ষা সামগ্রী বিতরণ
- মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল, সম্পাদক নোমান
- টাউনসভিলে বাংলাদেশি কমিউনিটির বার্ষিক পিকনিক সম্পন্ন
- বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সড়ক অবরোধ, স্মারকলিপি
- কুলাউড়ায় সীমান্ত পেরিয়ে বিপাকে দুই কিশোর
- ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক
- বাসা আর বাসভবনের বৈষম্য দূর করতে হবে : আলাল
- ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে রিকশাচালকদের সম্মানে ব্যতিক্রমী মিছিল
- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব শাকিল আখতার
- বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে মেহেরপুরে স্মারকলিপি প্রদান
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিডনিতে আলোচনা সভা অনুষ্ঠিত
- থানচির বলিপাড়া থেকে অস্ত্রসহ ৩ জন আটক
- মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা, সম্পাদক আবু বক্কর
- বুড়িচংয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজের মাঠ উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর