জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ অনূূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সিরিজে আধিপত্য দেখিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। লিগ পর্বের ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে বাংলাদেশের যুবারা। এতে টেবিলের শীর্ষে (১০ পয়েন্ট) থেকেই আজ ফাইনালে দক্ষিণ আফ্রিকার যুবাদের (৮ পয়েন্ট) বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজের দল। যদিও আগেই ফাইনাল নিশ্চিত করে দুই দল। আজ ত্রিদেশীয় যুবা সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচটি হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে। তবে ফাইনালের আগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৬০ রানে হারিয়ে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। এ ছাড়া সিরিজে প্রোটিয়াদের বিপক্ষেও একটি ম্যাচ ছাড়া বাকি দুটিতে আধিপত্য দেখিয়ে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। ফলে আজ শিরোপা নির্ধারণী ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস পাবে টাইগার যুবারা।
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ শুরুর সপ্তাহখানেক আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজও শুরু করে আজিজুল হাকিম তামিমের দল। রোমাঞ্চকর ম্যাচে এক উইকেটের জয় তুলে নেয় টাইগার যুবারা। তবে সিরিজে দ্বিতীয়বারের দেখায় দক্ষিণ আফ্রিকার যুবাদের কাছে ৫ উইকেটে হারলেও পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ২০২০ সালের যুব বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রোটিয়াদের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় তামিম-জাওয়াদ-দেবাশীষরা। তবে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়ের যুবাদের পাত্তাই দেয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাদের বিপক্ষে সবকটি ম্যাচই জিতে নেয় তামিমরা। স্বাগতিকরা দক্ষিণ আফ্রিকার যুবাদের কাছেও সবকটি ম্যাচে হেরেছে। এদিকে আজ ম্যাচে টাইগারদের চোখ থাকবে প্রোটিয়া ব্যাটার ভেন স্কেলকের দিকে। সিরিজে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চরিতে শীর্ষ রান সংগ্রাহক (২৯৯ রান) তিনি। এ ছাড়া দুইয়ে থাকা বুলবুলিয়ার সংগ্রহ ২৭০ রান। আর টাইগারদের মধ্যে রয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম, তৃতীয় শীর্ষ রান সংগ্রাহক (১৮৬ রান)। আছেন রিফাত বেগ, আবদুল্লাহ, জাওয়াদ আবরার ও সামিউন বশিররা।