বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতায় স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছেন তরুণ টেনিস তারকা জারিফ আবরার। গতকাল রমনার টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ভারতের শৌনক চ্যাটার্জিকে ২-১ সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। প্রায় পৌনে তিন ঘণ্টার এক রোমাঞ্চকর লড়াইয়ে বিজয়ী হন জারিফ। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য পূরণ করতে পারবেন তিনি। গতকাল ম্যাচের প্রথম সেট থেকেই চলে কঠিন লড়াই। উত্তেজনাপূর্ণ প্রথম সেটে জারিফকে ৭-৫ গেমে হারিয়ে দেন ভারতের শৌনক চ্যাটার্জি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ম্যাচে ফেরেন জারিফ। ৬-২ গেমে সেট জিতে ম্যাচে সমতা আনেন তিনি। ফাইনাল সেটে শুরুতে ৩-০ গেমে এগিয়ে যান জারিফ। তবে ঘুরে দাঁড়িয়ে ৫-৩ গেমে লিড নেন শৌনক। পরাজয়ের শঙ্কা থেকে ঘুরে দাঁড়ান জারিফ। টানা চার গেম জিতে ৭-৫ ব্যবধানে শৌনককে হারিয়ে সেমিফাইনালে জায়গা করেন নেন তিনি। অসাধারণ এ জয়ের পর জারিফ বলেন, ‘আমার ভাগ্য সহায় ছিল। এই ম্যাচ জেতার কথা ছিল না। একটা সময় আমি ৩-৫ এ পিছিয়ে ছিলাম। একটা গ্যাপের জন্য ম্যাচ ঘুরে গেছে। জাস্ট মোমেন্টটা শিফট হয়েছে।’
সেমিফাইনালে ভালো খেলার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেও দারুণ আত্মবিশ্বাসী জারিফ। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ সেমিফাইনালে একটা ভালো ম্যাচ খেলব। আমি অনেক আত্মবিশ্বাসী যে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারব।’ কঠিন পরিস্থিতিতে বাবার পরামর্শ ও দোয়ার কথা মনে রেখে মাঠে লড়েছেন বলেও জানান এই বাংলাদেশি তারকা।