সন হিউন মিনের বিদায়ের পর টটেনহ্যাম হস্পারের অধিনায়কত্ব পাওয়ার দিনটা হয়তো রাঙানোর কল্পনা করছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। উয়েফা সুপার কাপ জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনার বিশ্বকাপ ও দুবারের কোপা আমেরিকা জয়ী এ তারকার ইংলিশ ক্লাব। কিন্তু তাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের মধ্যকার এ ফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনে শিরোপা জিতে নিল লুইস এনরিকের পিএসজি। এর মধ্য দিয়ে প্রথম ফরাসি ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপ জিতে নতুন মৌসুম শুরু করল গত মৌসুমের ট্রেবল জয়ীরা।
বুধবার রাতে ইতালির ব্লু-এনার্জি স্টেডিয়ামে দারুণ এক ম্যাচ উপভোগ করেছে ফুটবলপ্রেমীরা। ম্যাচের ৪৮ মিনিটেই দুই ডিফেন্ডার মিকি ফন দে ফেন ও অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো দলের হয়ে দুটি গোল করেন। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়েছিল টটেনহ্যাম। শিরোপা তখন তাদের হাতের নাগালে। অন্যদিকে দুই গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। দেম্বেলেদের ১১ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় টটেনহামের শিরোপা জয়ের স্বপ্ন। দুই গোলে এগিয়ে থেকেও তারা জিততে পারেনি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ব্যবধান কমান লি কাং-ইন। বক্সের বাইরে থেকে জোরাল নিচু শটে লক্ষ্যভেদ করেন দক্ষিণ কোরিয়ার উইঙ্গার। ছয় মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডান দিক থেকে উসমান দেম্বেলের ক্রসে ছয় গজ বক্সের মুখে দারুণ হেডে গোল করেন গনজালো রামোস। বদলি খেলোয়াড় রামোস ইনজুরি সময়ে গোল করে ২-২ সমতায় ফেরান। টাইব্রেকার তখন ভাগ্য নির্ধারকে রূপ নেয়। টাইব্রেকারে টটেনহ্যামকে ৪-৩ গোলে হারিয়ে পিএসজি শিরোপা উঁচিয়ে ধরে। উয়েফা সুপার কাপের ফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনে শিরোপা জিতলেও, লুইস এনরিকে মনে করেন জয় প্রাপ্য ছিল প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পারের। প্রতিপক্ষের চেয়ে তার দল কম অনুশীলন করেছে। তবে ফুটবল মাঝে মাঝে অন্যায্য হয়। এর পরও শেষ মিনিট পর্যন্ত সমর্থকদের মতো বিশ্বাস হারায়নি তার দল। গত মে মাসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইতালির ক্লাব ইন্টার মিলানকে গুঁড়িয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার স্বাদ পায় ফরাসি ক্লাব পিএসজি। একই মাসে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ১৭ বছরের শিরোপা খরা কাটায় টটেনহ্যাম। একই মৌসুমের এই দুই টুর্নামেন্টের শিরোপা জয়ীদের নিয়ে আয়োজন করা হয় সুপার কাপ। এদিকে নতুন মৌসুমে শিরোপা জিতে যাত্রা শুরু করা পিএসজি রবিবার ফরাসি লিগে নামবে শিরোপা ধরে রাখার মিশনে।