প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ের পর গার্ডিওয়ালার দল সাজানো নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু পরের ম্যাচেই বড় ধাক্কা খেল দলটি। ঘরের মাঠ ইতিহাদে অপ্রত্যাশিত হার দেখল ম্যানসিটি। গতকাল রাতের ম্যাচটি ২-০ গোলে জিতেছে সফরকারী টটেনহ্যাম হটস্পার। ব্রেনান জনসন দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও পালিনিয়া। দারুণ এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে টটেনহ্যাম। দুই ম্যাচেই জয়ী দলটির পয়েন্ট ৬। গত সপ্তাহে বার্নলির বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় দিয়ে লিগ অভিযান শুরু করে টটেনহ্যাম।
সিটির মাঠে গিয়ে জিতে আসা এতটাও সহজ নয়। যদিও গত বছরের ২৩ নভেম্বর ঘরের মাঠেই টটেনহ্যামের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার সিটি। অথচ ঠিক ৯ মাসের ব্যবধানে ঘরের মাঠে টটেনহ্যামের বিপক্ষে হারের স্বাদ পেল পেপ গার্ডিওলার দল। সব মিলিয়ে ইতিহাদে প্রিমিয়ার লিগে দুই দলের সর্বশেষ ৫ ম্যাচের তিনটিতেই জিতেছে টটেনহাম। ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে টটেনহ্যাম। ৩৫ মিনিটে শুরুর গোলটি করেছেন ব্রেনান জনসন। রিচার্লিসনের লো ক্রস থেকে জাল কাঁপান তিনি। তার পর প্রথমার্ধে বাড়তি ৭ মিনিট যোগ হওয়ার পর সেই সুযোগে ব্যবধান আরও বাড়ায় স্পাররা। নিজেদের বক্সে জেমস ট্র?্যাফোর্ডের আলগা পাস থেকে লক্ষ্যে বল পাঠাতে কোনো ভুল করেননি জোয়াও পালিনিয়া। বিরতির পর দুই দলই গোল শোধ ও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।