নতুন চুক্তিতে সই করতে রাজী হয়নি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। দ্য ডেইলি মিরর জানায়, ‘ শ্রীলঙ্কার ক্রিকেটাররা নতুন চুক্তিপত্রে সই করতে অস্বীকার করেছে। বাংলাদেশে চলমান এশিয়া কাপে তাদের হাতে এ চুক্তিপত্র দেওয়া হয়। দেশটির ক্রিকেট গভর্নিং বডির ইমেলকে পরোয়াও করেনি তারা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড প্রত্যেক ক্রিকেটারদের জন্য সাত শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু শ্রীলঙ্কার বোর্ড কর্তারা ক্রিকেটারদের সঙ্গে এ ব্যাপারে কোনও আলোচনা করেনি। ফলে আইসিসি থেকে বোর্ড যা আয় করেছে তা বিস্তারিত না জেনে মাত্র সাত শতাংশ বৃদ্ধিতে একেবারেই খুশি নন ক্রিকেটাররা। তারা চাচ্ছেন ২০ শতাংশ বেতন বৃদ্ধি হোক তাদের।
যদিও এ ব্যাপারে একেবারেই রাজী নয় ক্রিকেট বোর্ড। কারণ তাদের দাবি, বোর্ডের আয়ের ৫৮ শতাংশই ক্রিকেটারদের বেতনের পিছনে খরচ করা হয়। এর পরেও তাদের বাড়তি দাবি থাকলে তা মেনে নেওয়া অসম্ভব বলে মনে করছেন বোর্ড কর্তারা।