ব্রাজিল বিশ্বকাপের স্টেডিয়াম প্রস্তুত হচ্ছে না এপ্রিলেও। মাতু গ্রুসো প্রদেশের গভর্নরের মতে, এরিনা প্যানটানাল মে মাসের আগে প্রস্তুতি শেষ করতে পারবে না। এদিকে ফিফা আগেই ঘোষণা দিয়েছে, প্রস্তুতি শেষ করতে না পারলে বিশ্বকাপের ম্যাচ বাতিল করে অন্য ভেন্যুতে স্থানান্তর করা হবে। কুইয়াবার এরিনা প্যানটানালে চিলি-অস্ট্রেলিয়া, জাপান-কলম্বিয়া, নাইজেরিয়া-বসনিয়া এবং রাশিয়া-দক্ষিণ কোরিয়া ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ের আগে কুইয়াবার স্টেডিয়াম প্রস্তুত হতে ব্যর্থ হলে ম্যাচগুলো অন্য ভেন্যুতে নিয়ে যেতে পারে ফিফা।