পারলেন না এবার সালমারা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও কাল টি-২০ ম্যাচে বাংলাদেশ ১৩ রানে হেরে গেছে। কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। ৪৮ বলে পাঁচ ৪-এ জাডেরিনা সর্বোচ্চ ৫৮ রান সংগ্রহ করেন। পরে ১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রান তুলে। উদ্বোধনী জুটিতে ৩০ রান উঠে আসলেও পরের ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারায় সালমাদের হার নিয়ে মাঠ ছাড়তে হয়। এর আগে ওয়ানডেতে দুই ম্যাচেই পাকিস্তানকে ধরাশায়ী করেছিল বাংলাদেশ।