কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের নারী ক্রিকেট দলের কাছে ১৬ রানে হারল বাংলাদেশের মেয়েরা। আজ রবিবার দুপুর ১টায় টস জিতে ভারতের অধিনায়ক মিতালী রায় ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারত নির্ধারিত ২০ ওভারে এক উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮৫ রান করে অল আউট হয়ে যায়। ভারতের স্পিনার শ্রাবন্তী একাই তুলে নেন স্বাগতিকদের চার উইকেট।
খেলার শুরুতে ভারতের দুই ওপেনার মিতালী ও লতিকা ব্যাট করতে নামেন। দলীয় তিন রানের মাথায় স্বাগতিক বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্ট্রাইক বোলার জাহানারা। জাহানারা ক্লিন বোল্ড করে লতিকা কে শুন্য রানে সাজ ঘরে ফেরত পাঠান। এর পর ওয়ান ডাউনে পুনম মাঠে নেমে ওপেনার মিতালীকে সাথে করে ৯৮ রানের পার্টনারশীপ গড়ে তোলেন। ওপেনার মিতালী ৫৫ রান ও পুনম ৪২ রানের দায়িত্বশীল ব্যাটিং করেন।
মধ্যাহ্ন বিরতির পর ১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩৯ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। দলনায়ক সালমা ও রোমানার ৩৪ রানের পার্টনারশীপ অবশ্য বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে আশার আলো জ্বেলেছিল। এর পরই শুরু হয় শ্রাবন্তী ঝড়। ভারতের এ স্পিনার তার বলের কারিশমায় একের পর এক সালমাদের চারটি উইকেট তুলে নিলে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ৮৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ দলের ইনিংস।
শ্রাবন্তী তার বিধ্বংসী বোলিংয়ের জন্য ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
মঙ্গলবার (১১ মার্চ) একই সময়ে একই ভেন্যুতে দু'দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।