পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর মনে হয়েছিল ভালো প্রস্তুতি হয়েছে সালমা খাতুনদের। কিন্তু টি-২০ ফরম্যাটে এসেই খেঁই হারিয়ে ফেলছেন সালমারা। টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচে হেরে যায় ১৩ রানে। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে কাল হেরে গেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। হেরেছে ১৬ রানে। কাল সিরিজের শেষ ম্যাচ। টি-২০ বিশ্বকাপে দুই দল আবার একই গ্রুপে। দুই দল পরস্পরের বিপক্ষে খেলবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ৩০ মার্চ। টি-২০ বিশ্বকাপ শুরু হবে ১৬ মার্চ। মহিলাদের খেলা শুরু হবে ২৩ মার্চ। উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। ফাইনাল ও দুটি সেমিফাইনাল ছাড়া মহিলা বিভাগের সবগুলো খেলা হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে।
কাল টস জিতে প্রথম ব্যাট করতে নামে ভারত। খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায়। ইনিংসের চতুর্থ ওভারে আঘাত হানেন জাহানারা আলম। এরপর আর কোনো সুবিধা করতে পারেননি সালমারা। দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক রাজ ও রাউদ ১৯.২ ওভারে ৯৮ রান যোগ করেন। এর মধ্যে ওপেনার রাজ ৫৫ রান করেন ৬৪ বলে ৪ চারে। রাউদ অপরাজিত থাকেন ৪২ রানে। ৪৬ বল ইনিংসটিতে ছিল ২ চার। ১০২ রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ বলে উইকেট হারায় স্বাগতিক মহিলা দল। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। বিশেষ করে নাইডু বোলিংয়ে আসার পর আর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি সালমারা। নাইডুর ঘূর্ণির মধ্যেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন রুমানা আহমেদ। নাইডু ৩ ওভারের স্পেলে ৯ রানে নেন স্বাগতিকদের ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ১০১/১, ২০ ওভার (রাজ ৫৫*, কুমারি ০, রাউদ ৪২*। জাহানারা আলম ১/১২)।
বাংলাদেশ : ৮৫/১০, ২০ ওভার ( শারমীন সুলতানা ৪, আয়েশা রহমান ১৮, সানজিদা খাতুন ১৫, ফারজানা হক ২, সালমা খাতুন ১৫, রুমানা আহমেদ ২১। পান্ডে ১/১৪, সুলতানা ২/১১, নাইডু ৪/৯, গোস্বামী ২/১৪)।