দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ১৬৬ রানের টার্গেট বেঁধে দিয়ে খেলা শেষ করলো শ্রীলঙ্কা। ইনিংসের ১৯ ওভার শেষে তাদের সংগ্রহ এখন ৬ উইকেটে ১৫৬ রান। সর্বশেষ আউট হওয়া ব্যাটসম্যান অলরাউন্ডার থিসারা পেরেরা। তিনি মাত্র ৮ রান করে মরনে মরকেলের বলে বোল্ড হন।
এর আগে ফেরেন দলীয় অধিনায়ক দিনেশ চান্দিমাল। তিনি ৯ বলে ১২ রান করে লেগ স্পিনার ইমরান তাহিরের তৃতীয় শিকারে পরিণত হন।
শুরু থেকেই অসাধারণ ব্যাটিং করে লঙ্কান সংগ্রহকে স্ফিত করা ওপেনার কুশাল পেরেরা অবশেষে হার মানেন। ইনিংসের ১৪তম ওভারে ৪০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬১ রান করা পেরেরা লেগ স্পিনার ইমরান তাহিরের বলে এবি ডিভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এ সময় শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১৩.৩ ওভারে ৪ উইকেটে ১০৬ রান।
এরও আগে ইনিংসের ১৩তম ওভারেই দলীয় শতক অতিক্রম করে শ্রীলঙ্কা। ১৩ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১০৪ রান। এর আগে বাঁহাতি ওপেনার কুশাল পেরেরার একাই লড়াই করে মাত্র ২৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন। এ সময় ১০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৮৪ রান। লেগ স্পিনার ইমরান তাহির আক্রমণে এসেই ফেরান লঙ্কার অন্যতম সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে।১৮ বলে ১৪ রান করে তিনি লনওয়াবো তোতসবের হাতে ক্যাচ তুলে দেন।
ইনিংসের পঞ্চম ওভারেই দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন পেসার মরনে মরকেল। ৯ রান করা শ্রীলঙ্কার অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়বর্ধনেকে ফেরান তিনি। এ সময় ৪.২ ওভারে শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ছিল ২ উইকেটে ৪২ রান।তারও আগে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইনের করা ইনিংসের প্রথম ওভার থেকে ১৭ রান তুলে নিলেও ওভারের শেষ বলে পরিস্কার বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফিরে যান লঙ্কার অভিজ্ঞ ওপেনার তিলকারত্নে দিলশান।
এর আগে দুই দলেরই এবারের আসরের প্রথম খেলায় টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এ খেলাই হচ্ছে গ্রুপ ওয়ানের প্রথম খেলা।
শ্রীলঙ্কা একাদশ:
কুশাল পেরেরা, তিলকারত্নে দিলশান, মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা(উইকেটরক্ষক), দিনেশ চান্দিমাল(অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকেরা, সচিত্র সেনানায়েকে, লাসিথ মালিঙ্গা, অজন্থা মেন্ডিস।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
হাশিম আমলা, কুইন্টন ডি কক(উইকেটরক্ষক), এবি ডিভিলিয়ার্স, জেপি ডুমিনি, ফারহান বেহারদিন, ডেভিড মিলার, অ্যালবি মরকেল, ডেল স্টেইন, মরনে মরকেল, লনওয়াবো তোতসবে, ইমরান তাহির।