টি-২০ বিশ্বকাপ শুরুর আগে যে বিতর্কের জন্ম দিয়েছিলেন তামিম ইকবাল, আইসিসির ‘ব্লক বাস্টার’ ইভেন্টে সেটা আড়ালে পড়ে যায় টাইগারদের টানা ব্যর্থতায়। কিন্তু অনেকেরই ধারণা, তামিম বিতর্কই ছন্নছাড়া করে তুলেছে মুশফিকদের। আসলেই কি তাই? তবে সহ অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে যে বিতর্কের জন্ম দিয়েছিলেন এই বাঁ হাতি ড্যাসিং ওপেনার, এরপর থেকে কিন্তু তার ব্যাট কথা বলেনি। রানের দেখা পাননি। ব্যর্থতার গান গেয়েছে তার ব্যাট। অবশ্য তারই বা দোষ কতটা? দলও হেরেই চলেছে। হেরেই শেষ করেছে বিশ্বকাপ মিশন।
শ্রীলঙ্কা সিরিজে দুটি টি-২০ ম্যাচে অধিনায়ক বানানো হয়েছিল মাশরাফি বিন মর্তুজাকে। সহকারী করা হয় তামিমকে। কিন্তু তামিম সেটা মেনে নিতে না পেরে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বিস্ময়ের জš§ দেয় তার ঘোষণা। এরপর থেকেই টাইগারদের মনে হতে থাকে পালহীন নৌকা। অবশ্য দ্বীপরাস্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজ খেলেছিলেন তামিম। ২ ও ৩০’র বেশি রান করতে পারেননি। সহ অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কারণ জানিয়েছিলেন ঘাড়ের ব্যথা। এই ইনজুরিতে খেলেননি এশিয়া কাপ। কিন্তু টি-২০ বিশ্বকাপে খেলতে নেমেই ব্যর্থ শতভাগ। তার ব্যাট থেকে বেরোয়নি একটিও হাফসেঞ্চুরি। বাছাইপর্ব থেকে শুরু করে চূড়ান্ত পর্বসহ মোট ৭ ম্যাচে তার সর্বোচ্চ স্কোর ৩০ এবং মোট রান ৮৩। স্কোরগুলো ৫, ১৬, ৬, ৫, ০, ৩০ ও ২১। সর্বশেষ হাফসেঞ্চুরি করেছিলেন ২০১২ সালের ১০ ডিসেম্বর, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৮*। ৩৫ টি-২০ ক্যারিয়ারে তার মোট রান ৬৯১ এবং হাফসেঞ্চুরি ৩টি। একটি ক্যারিবীয়দের বিপক্ষে এবং বাকি দুটি নেদারল্যান্ডের বিপক্ষে ৬৯* ও ৫০।
ব্যাটে রান নেই। সুপার ফ্লপ তামিম। অথচ তার পক্ষে সাফাই গেয়েছেন অধিনায়ক মুশফিক। পাকিস্তানের বিপক্ষে ১৬ রানে সাজঘরে ফেরার পরও মুশফিক মিডিয়ার মুখোমুখিতে জানিয়েছিলেন, ১০ বছরেও সাকিব এবং তামিমের মতো ক্রিকেটার তৈরি হয়নি। হয়তো ভুল বলেননি টাইগার অধিনায়ক। ক্রিকেটার তামিম হয়তো অনেক বড় মানের, কিন্তু প্রশ্ন উঠেছে টি-২০ বিশ্বকাপে তার কমিটমেন্ট নিয়ে। দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তার ব্যর্থতাকেও কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে।
শিরোনাম
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
সুপার ফ্লপ তামিম
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর