টি-২০ বিশ্বকাপ শুরুর আগে যে বিতর্কের জন্ম দিয়েছিলেন তামিম ইকবাল, আইসিসির ‘ব্লক বাস্টার’ ইভেন্টে সেটা আড়ালে পড়ে যায় টাইগারদের টানা ব্যর্থতায়। কিন্তু অনেকেরই ধারণা, তামিম বিতর্কই ছন্নছাড়া করে তুলেছে মুশফিকদের। আসলেই কি তাই? তবে সহ অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে যে বিতর্কের জন্ম দিয়েছিলেন এই বাঁ হাতি ড্যাসিং ওপেনার, এরপর থেকে কিন্তু তার ব্যাট কথা বলেনি। রানের দেখা পাননি। ব্যর্থতার গান গেয়েছে তার ব্যাট। অবশ্য তারই বা দোষ কতটা? দলও হেরেই চলেছে। হেরেই শেষ করেছে বিশ্বকাপ মিশন।
শ্রীলঙ্কা সিরিজে দুটি টি-২০ ম্যাচে অধিনায়ক বানানো হয়েছিল মাশরাফি বিন মর্তুজাকে। সহকারী করা হয় তামিমকে। কিন্তু তামিম সেটা মেনে নিতে না পেরে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বিস্ময়ের জš§ দেয় তার ঘোষণা। এরপর থেকেই টাইগারদের মনে হতে থাকে পালহীন নৌকা। অবশ্য দ্বীপরাস্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজ খেলেছিলেন তামিম। ২ ও ৩০’র বেশি রান করতে পারেননি। সহ অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কারণ জানিয়েছিলেন ঘাড়ের ব্যথা। এই ইনজুরিতে খেলেননি এশিয়া কাপ। কিন্তু টি-২০ বিশ্বকাপে খেলতে নেমেই ব্যর্থ শতভাগ। তার ব্যাট থেকে বেরোয়নি একটিও হাফসেঞ্চুরি। বাছাইপর্ব থেকে শুরু করে চূড়ান্ত পর্বসহ মোট ৭ ম্যাচে তার সর্বোচ্চ স্কোর ৩০ এবং মোট রান ৮৩। স্কোরগুলো ৫, ১৬, ৬, ৫, ০, ৩০ ও ২১। সর্বশেষ হাফসেঞ্চুরি করেছিলেন ২০১২ সালের ১০ ডিসেম্বর, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৮*। ৩৫ টি-২০ ক্যারিয়ারে তার মোট রান ৬৯১ এবং হাফসেঞ্চুরি ৩টি। একটি ক্যারিবীয়দের বিপক্ষে এবং বাকি দুটি নেদারল্যান্ডের বিপক্ষে ৬৯* ও ৫০।
ব্যাটে রান নেই। সুপার ফ্লপ তামিম। অথচ তার পক্ষে সাফাই গেয়েছেন অধিনায়ক মুশফিক। পাকিস্তানের বিপক্ষে ১৬ রানে সাজঘরে ফেরার পরও মুশফিক মিডিয়ার মুখোমুখিতে জানিয়েছিলেন, ১০ বছরেও সাকিব এবং তামিমের মতো ক্রিকেটার তৈরি হয়নি। হয়তো ভুল বলেননি টাইগার অধিনায়ক। ক্রিকেটার তামিম হয়তো অনেক বড় মানের, কিন্তু প্রশ্ন উঠেছে টি-২০ বিশ্বকাপে তার কমিটমেন্ট নিয়ে। দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তার ব্যর্থতাকেও কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে।
শিরোনাম
- সারাদেশে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১২৬১
- হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ
- ভারতীয় ফুটবলের নতুন কোচ খালিদ
- কলকাতায় ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা
- মার্কিন শুল্ক চাপ সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার রপ্তানিতে রেকর্ড
- ২৭ নভেম্বর থেকে শুরু লঙ্কা প্রিমিয়ার লিগ
- শুল্ক কার্যকরের তারিখ পেছালেন ট্রাম্প
- ‘ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি’ নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্যোগের প্রশংসায় এরদোয়ান
- তাস খেলতে গিয়ে মন্ত্রিত্ব হারালেন ভারতের মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী
- রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন
- পরকীয়ার সন্দেহে প্রভাষক স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন স্বামী
- কারমাইকেল কলেজে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান ধরে রাখতে পেরেছি : খলিলুর রহমান
- ৫০ লাখ টাকা চাঁদাবাজি : পলাতক ছাত্রনেতা জানে আলম অপু গ্রেফতার
- নিউইয়র্ক পুলিশে মরণোত্তর পদোন্নতি পেলেন গুলিতে নিহত বাংলাদেশি দিদারুল
- বেড়েছে সবজি-মুরগির দাম
- গুলিও ঠেকাতে পারে এমন কাঠ উদ্ভাবন
- যে ব্যর্থতার অভিযোগে কানাডার ওপর কঠোর ট্রাম্প
- শিক্ষার্থীদের মধ্যে বিতরণ হবে দেড় লক্ষাধিক বিনালেবু-১ চারা
- গলায় ফাঁস, মুখ বাঁধা—সিংড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সুপার ফ্লপ তামিম
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর