দুই বছর আগে ঘরের মাটিতে শিরোপা জয়ের সব ধরনের উৎসবের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন শ্রীলঙ্কানরা। কিন্তু সেটাকে ভেস্তে দিয়েছিলেন ড্যারেন স্যামি, ক্রিস গেইলরা। শিরোপা লড়াইয়ে স্বাগতিক লঙ্কাকে হারিয়ে গ্যাংনাম নেচে গেইলরা মাতিয়েছিলেন ক্রিকেটবিশ্ব। এবার হাজার মাইল দূরের ঢাকায় দ্বীপরাষ্ট্রের প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজ। দুই বছর আগের ভুল এবার আর করতে চায় না দ্বীপরাষ্ট্র। খেলতে চায় ফাইনাল। তাই আজকের সেমিফাইনালে টপকাতে চায় কঠিন ব্যারিয়ার। কাল সংবাদ সম্মেলনে তাই জানান কোচ পল ফারব্রেস। ২০১২ সালে ফাইনালে ১৩৭ রান করেও জিতেছিল ক্যারিবীয়রা। দুই বছর আগের ফাইনালের কথা মাথায় থাকাই স্বাভাবিক। তবে মনে রাখতে চাইছেন না লঙ্কান কোচ পল ফারব্রেস, ‘ওইটা এখন অতীত। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টি আমাদের যথেষ্ট উদ্দীপ্ত করেছে। জিতলেও আমরা ১৫-২০ রান কম করেছিলাম। আমাদের স্পিনাররা খুবই ভালো বোলিং করেছে ওই ম্যাচে। তাই সহজ জয় পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজও দুর্দান্ত ক্রিকেট খেলেছে। আগামীকালের (আজ) ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। সেমিফাইনাল খেলার জন্য সবাই প্রস্তুত। তবে ফাইনাল খেলার জন্য সবাই উত্তেজিত।’ আজকের ম্যাচের আগে দুই দল একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। সেই মাচে হেরেছিল দ্বীপরাষ্ট্র। সেই হারটা কি আজকের ম্যাচে বাড়তি কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন না লঙ্কান কোচ, ‘আমি মনে করি না। প্রস্তুতি ম্যাচে আমাদের সেরা বোলারদের অনেকেই খেলেননি। তাই আমি মনে করি ওই ম্যাচে বাড়তি কোনো প্রভাব ফেলবে না।’ আসরে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে দুটি। চার-ছক্কার ফুলঝুড়িও ছোটাচ্ছেন ক্রিকেটাররা। তারপরও আধিপত্য স্পিনারদের। আসলে মিরপুরের উইকেটও সহায়তা করছে স্পিনারদের। এই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাতে চান দ্বীপরাষ্ট্রের কোচ,‘ রঙ্গনা হেরাথ চট্টগ্রামে যে সুবিধা পেয়েছেন, এখানে পাবেন কি না আমি নিশ্চিত নই। তবে ভালো করবেন, এ বিষয়ে নিশ্চিত। এটা ঠিক এখানকার উইকেট স্পিনারদের অনেক বেশি সহায়তা দিচ্ছে। আমরা সেই সুযোগটাকে কাজে লাগাতে চাই।’ প্রতিপক্ষ ফুরফুরে মেজাজের উদ্দীপ্ত ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী। তারপরও ফারব্রেসের দৃষ্টি ফাইনাল। তিনি বলেন, ‘আমরা অবশ্যই ফাইনাল খেলতে চাই। এখানে আমাদের ভালো ফল রয়েছে। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানকে হারিয়েছি। এশিয়া কাপ জিততে দুই দেশের কঠিন হার্ডল পেরোতে হয়েছে আমাদের। আমি মনে করি এটা দলকে আত্মবিশ্বাসী করেছে। এই সুযোগটাকে আমরা কাল (আজ) কাজে লাগাতে চাই। সত্যি বলতে, আপনি যখন আত্মবিশ্বাসী থাকবেন, তখন যে কোনো পরিস্থিতি থেকে আপনি জিতবেন।’ এই আসর খেলেই টি-২০ ক্রিকেটকে বিদায় জানাবেন মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারা। তাদের বিদায় নিয়ে বলেন কোচ, ‘ইংল্যান্ডের বিপক্ষে মাহেলা খুব ভালো খেলেছেন। সাঙ্গা খুবই বিপজ্জনক ক্রিকেটার। দল-অন্তঃপ্রাণ ক্রিকেটার দুজন। তারা তারকা ক্রিকেটার। মাহেলা বর্ষিয়ান ক্রিকেটার, তারপরও তার শারীরিক ভাষা বলে সে কতটা ডেসপারেট দলের জন্য। এটাই বড় ক্রিকেটারের গুণ। এই আসর তাদের শেষ। আমি চাই ভালো কিছু করুক দল। কেননা তারা দুজনেই অসাধারণ ক্রিকেটার।’
শিরোনাম
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
শেষ চারের লড়াই
শ্রীলঙ্কার দৃষ্টি ফাইনাল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর