দুই বছর আগে ঘরের মাটিতে শিরোপা জয়ের সব ধরনের উৎসবের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন শ্রীলঙ্কানরা। কিন্তু সেটাকে ভেস্তে দিয়েছিলেন ড্যারেন স্যামি, ক্রিস গেইলরা। শিরোপা লড়াইয়ে স্বাগতিক লঙ্কাকে হারিয়ে গ্যাংনাম নেচে গেইলরা মাতিয়েছিলেন ক্রিকেটবিশ্ব। এবার হাজার মাইল দূরের ঢাকায় দ্বীপরাষ্ট্রের প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজ। দুই বছর আগের ভুল এবার আর করতে চায় না দ্বীপরাষ্ট্র। খেলতে চায় ফাইনাল। তাই আজকের সেমিফাইনালে টপকাতে চায় কঠিন ব্যারিয়ার। কাল সংবাদ সম্মেলনে তাই জানান কোচ পল ফারব্রেস। ২০১২ সালে ফাইনালে ১৩৭ রান করেও জিতেছিল ক্যারিবীয়রা। দুই বছর আগের ফাইনালের কথা মাথায় থাকাই স্বাভাবিক। তবে মনে রাখতে চাইছেন না লঙ্কান কোচ পল ফারব্রেস, ‘ওইটা এখন অতীত। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টি আমাদের যথেষ্ট উদ্দীপ্ত করেছে। জিতলেও আমরা ১৫-২০ রান কম করেছিলাম। আমাদের স্পিনাররা খুবই ভালো বোলিং করেছে ওই ম্যাচে। তাই সহজ জয় পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজও দুর্দান্ত ক্রিকেট খেলেছে। আগামীকালের (আজ) ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। সেমিফাইনাল খেলার জন্য সবাই প্রস্তুত। তবে ফাইনাল খেলার জন্য সবাই উত্তেজিত।’ আজকের ম্যাচের আগে দুই দল একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। সেই মাচে হেরেছিল দ্বীপরাষ্ট্র। সেই হারটা কি আজকের ম্যাচে বাড়তি কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন না লঙ্কান কোচ, ‘আমি মনে করি না। প্রস্তুতি ম্যাচে আমাদের সেরা বোলারদের অনেকেই খেলেননি। তাই আমি মনে করি ওই ম্যাচে বাড়তি কোনো প্রভাব ফেলবে না।’ আসরে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে দুটি। চার-ছক্কার ফুলঝুড়িও ছোটাচ্ছেন ক্রিকেটাররা। তারপরও আধিপত্য স্পিনারদের। আসলে মিরপুরের উইকেটও সহায়তা করছে স্পিনারদের। এই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাতে চান দ্বীপরাষ্ট্রের কোচ,‘ রঙ্গনা হেরাথ চট্টগ্রামে যে সুবিধা পেয়েছেন, এখানে পাবেন কি না আমি নিশ্চিত নই। তবে ভালো করবেন, এ বিষয়ে নিশ্চিত। এটা ঠিক এখানকার উইকেট স্পিনারদের অনেক বেশি সহায়তা দিচ্ছে। আমরা সেই সুযোগটাকে কাজে লাগাতে চাই।’ প্রতিপক্ষ ফুরফুরে মেজাজের উদ্দীপ্ত ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী। তারপরও ফারব্রেসের দৃষ্টি ফাইনাল। তিনি বলেন, ‘আমরা অবশ্যই ফাইনাল খেলতে চাই। এখানে আমাদের ভালো ফল রয়েছে। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানকে হারিয়েছি। এশিয়া কাপ জিততে দুই দেশের কঠিন হার্ডল পেরোতে হয়েছে আমাদের। আমি মনে করি এটা দলকে আত্মবিশ্বাসী করেছে। এই সুযোগটাকে আমরা কাল (আজ) কাজে লাগাতে চাই। সত্যি বলতে, আপনি যখন আত্মবিশ্বাসী থাকবেন, তখন যে কোনো পরিস্থিতি থেকে আপনি জিতবেন।’ এই আসর খেলেই টি-২০ ক্রিকেটকে বিদায় জানাবেন মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারা। তাদের বিদায় নিয়ে বলেন কোচ, ‘ইংল্যান্ডের বিপক্ষে মাহেলা খুব ভালো খেলেছেন। সাঙ্গা খুবই বিপজ্জনক ক্রিকেটার। দল-অন্তঃপ্রাণ ক্রিকেটার দুজন। তারা তারকা ক্রিকেটার। মাহেলা বর্ষিয়ান ক্রিকেটার, তারপরও তার শারীরিক ভাষা বলে সে কতটা ডেসপারেট দলের জন্য। এটাই বড় ক্রিকেটারের গুণ। এই আসর তাদের শেষ। আমি চাই ভালো কিছু করুক দল। কেননা তারা দুজনেই অসাধারণ ক্রিকেটার।’
শিরোনাম
- সারাদেশে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১২৬১
- হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ
- ভারতীয় ফুটবলের নতুন কোচ খালিদ
- কলকাতায় ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা
- মার্কিন শুল্ক চাপ সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার রপ্তানিতে রেকর্ড
- ২৭ নভেম্বর থেকে শুরু লঙ্কা প্রিমিয়ার লিগ
- শুল্ক কার্যকরের তারিখ পেছালেন ট্রাম্প
- ‘ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি’ নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্যোগের প্রশংসায় এরদোয়ান
- তাস খেলতে গিয়ে মন্ত্রিত্ব হারালেন ভারতের মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী
- রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন
- পরকীয়ার সন্দেহে প্রভাষক স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন স্বামী
- কারমাইকেল কলেজে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান ধরে রাখতে পেরেছি : খলিলুর রহমান
- ৫০ লাখ টাকা চাঁদাবাজি : পলাতক ছাত্রনেতা জানে আলম অপু গ্রেফতার
- নিউইয়র্ক পুলিশে মরণোত্তর পদোন্নতি পেলেন গুলিতে নিহত বাংলাদেশি দিদারুল
- বেড়েছে সবজি-মুরগির দাম
- গুলিও ঠেকাতে পারে এমন কাঠ উদ্ভাবন
- যে ব্যর্থতার অভিযোগে কানাডার ওপর কঠোর ট্রাম্প
- শিক্ষার্থীদের মধ্যে বিতরণ হবে দেড় লক্ষাধিক বিনালেবু-১ চারা
- গলায় ফাঁস, মুখ বাঁধা—সিংড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
শেষ চারের লড়াই
শ্রীলঙ্কার দৃষ্টি ফাইনাল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর