ক্রিস্টিয়ানো রোনালদো গত ম্যাচে মাঠে নামেননি। তারপরও রিয়ার সুসিদাদের মাঠে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে। কোচ কার্লো আনসেলত্তির ভাষ্যমতে, যে সামান্য ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন রোনালদো তা সেরে গেছে। আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বুরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ঠিকই মাঠে নামবেন তিনি। কোচের কথা যদি আজ সত্যি নাও হয়, রিয়ালের চিন্তা নেই। প্রথম লেগে ৩-০ গোলে জিতে সেমিফাইনাল তো অনেকটা নিশ্চিত করেই রেখেছে লস ব্ল্যাঙ্কোসরা! রিয়াল মাদ্রিদের সেমিফাইনাল অনেকটা নিশ্চিত হলেও বিপদে আছে চেলসি। প্রথম লেগে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল হোসে মরিনহোর শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করতে হলে আজ অন্তত ২-০ গোলে জিততে হবে চেলসিকে। সেক্ষেত্রে দুই লেগে ব্যবধান ৩-৩ হলেও অ্যাওয়ে গোলের হিসেবে ব্লুজরা শেষ চারে পেঁৗছে যাবে।
লা ডেসিমার স্বপ্নে বিভোর রিয়াল মাদ্রিদ। কার্লো হোসে মরিনহো ব্যর্থ হয়ে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যাওয়ার পর দলটাকে পুরনো ফর্মে ফিরিয়ে এনেছেন নতুন কোচ কার্লো আনসেলত্তি। চলতি মৌসুমটা বলতে গেলে রিয়ালেরই তো।