ফিফা গোল প্রজেক্টের অধীনে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের জন্য একটি সিনথেটিক টার্ফ পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে তা অনুমোদন দিয়েছে ফিফা। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ টার্ফ অনুমোদন পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, বেশ কিছুদিন হয়েছে কমলাপুর স্টেডিয়ামের জন্য একটি সিনথেটিক টার্ফ চেয়ে ফিফার কাছে আবেদন করেছিলাম আমরা। কয়েকদিন আগে ফিফা তা অনুমোদন দিয়ে জানিয়েছে আমাদের। তবে তা পেতে আরও কিছুদিন সময় লাগবে।
টার্ফটি বসানোর জন্য কমলাপুর স্টেডিয়াম বাফুফেকে ১০ বছরের জন্য লিজ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনিয়ে বাফুফে ও এনএসসির মধ্যে একটি চুক্তিও হয়েছে।