হলো না ইতিহাস। মিলল না নতুন চ্যাম্পিয়নের দেখা। মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবলে ফেনী সকারকে হারিয়ে ঢাকা মোহামেডান বিজয়ের হাসি হেসেছে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে বাফুফে আয়োজিত কোনো টুর্নামেন্টে ঢাকার বাইরের ক্লাবের শিরোপা জেতার রেকর্ড নেই। সবাইকে চমকে দিয়ে এবার ফেনী ফাইনালে ওঠাতে ইতিহাস গড়ার সম্ভাবনা জেগে উঠেছিল। কিন্তু তা আর হলো না। সমানতালে লড়েও শেষ পর্যন্ত তাদের টাইব্রেকারে ৪-৫ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো। ঘরোয়া ফুটবলে প্রাণহীন খেলা দেখে দর্শকরা বিরক্ত হয়ে উঠছিলেন। কাল অনেকদিন পর আক্রমণ পাল্টা আক্রমণ দেখে দর্শকরা তৃপ্তির ঢেঁকুর তোলেছেন। নির্ধারিত ৯০ মিনিট লড়াইয়ে দুই দলই সমান আক্রমণ করেছে। ফাইনালে ওঠার পেছনে ফেনীর মূল ভূমিকা ছিল নতুন তিন গাম্বিয়ানের। মোহামেডান তাদের মার্কিং করে রাখলেও আক্রমণের ধার কমাতে পারেনি। একবার ফেনী আরেকবার মোহামেডান প্রতিপক্ষে দুর্গে হানা দেওয়াতে কে যে এগিয়ে যাবে তা বুঝাই যাচ্ছিল না। দুই গোলরক্ষক মামুন ও নেহালের দৃঢ়তায় গোল আর জালে জড়ানো সম্ভব হয়নি। অতিরিক্ত ৩০ মিনিটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে মোহামেডানের ভাগ্য খুলে যায়। ফেনীর কাবাজুবির প্রথম শটই রুখে দেন গোলরক্ষক মামুন। এরপর মেন্ডি, মামুন চোকাগাউস ও ল্যান্ডিং জালে বল পাঠালেও লাভ হয়নি। কেননা মোহামেডানের পাঁচ শটই জালে জড়িয়ে যায়। একে একে গোল করেন, এমিলি, চিগুজি, সোহাগ, জংগো ও হেনোরি। এ নিয়ে মোহামেডান তৃতীয়বার স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হলো। ১৯৭২ এবং ১৯৯২ সালে মোহাডেমান এ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।
শিরোনাম
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু