আইসিসির সভা শেষ করে বাংলা নববর্ষের প্রথম দিন দেশে ফিরেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসি সভায় টি-২০ বিশ্বকাপ সফলভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানানো হয় বাংলাদেশকে। ২০২৩ সাল পর্যন্ত এফটিপি নিয়েও আলোচনা হয় ওই সভায়। তবে চূড়ান্ত হয়েছে ২০২০ সাল পর্যন্ত এফটিপি। বিসিবি সভাপতি সভা শেষে ঢাকায় পা রেখে জানিয়েছেন, ২০২০ সাল পর্যন্ত এফটিপিতে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। তবে কোন বছর হবে এই সিরিজগুলো সেটা নিশ্চিত করেননি বিসিবি সভাপতি। শুধু জানান ২০১৬ সালে ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এছাড়া এই জুনের ৯, ১১ ও ১৩ তারিখে তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় আসার বিষয়টি প্রায় নিশ্চিত ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের।
২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক বাংলাদেশের। এর পর দুই দেশ অনেকগুলো টেস্ট সিরিজ খেলেছে একে অপরের বিপক্ষে। তবে সবগুলোই বাংলাদেশের মাটিতে। এখন পর্যন্ত কোনো টেস্ট কিংবা ওয়ানডে সিরিজ খেলতে ভারত যায়নি টাইগাররা। তাই নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার পর চেষ্টা করছেন, যার ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসছে ভারত।