চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে কোপা দেল রে’র ফাইনাল হেরে তোপের মুখে পড়েছে বার্সেলোনা। এবার চলতি মৌসুমে শিরোপাশূন্য থাকার শঙ্কায় তারা। গত ৬ বছর তাদের ট্রফিশূন্য থাকতে হয়নি। সর্বশেষ ২০০৮ সালে কাতালানরা নিজেদের ঝুলিতে কোনো শিরোপা তুলতে পারেনি। তবে এরপর প্রতিবারই তারা পেয়েছে শিরোপার ছোঁয়া। কিন্তু এই মওসুমে একে একে তাদের শিরোপার আশা শেষ হয়ে যাচ্ছে।
ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লীগের আশা শেষ তাদের। কোয়ার্টার ফাইনালে স্বদেশী ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। আশা ছিল কোপা দেল রে’র শিরোপা জেতার। কিন্তু বুধবার তাদের সেই আশায় বালি দিয়েছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে তারা হেরেছে ২-১ গোলে।
এখন বার্সেলোনার সামনে বাকি শুধু স্প্যানিশ লা-লিগার আশা। কিন্তু সেখানেও তারা খুব একটা সুবিধার জায়গায় নেই। ৩৩ ম্যাচ শেষে তারা আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। আর ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ২০০৮ সালের পর এবার বার্সেলোনাকে শিরোপাশূন্য থাকতে হবে। যদি সত্যিই এমন হয় তাহলে আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনোর জন্য দুঃসংবাদ। বার্সেলোনার দায়িত্ব নেয়ার প্রথম মৌসুমই তাকে শিরোপাশূন্য থাকতে হবে। এতে তার চাকরিটাও যে নিরাপদ থাকবে তা হলফ করে বলা যায় না।