বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল হাসপাতালে গিয়েও তার সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। তথ্য ডেস্কে সাংবাদিক পরিচয় দিতেই রিসিপশনিস্ট কড়া গলায় বলেন, 'কেবিনে মিডিয়া কর্মীদের প্রবেশের অনুমতি নেই।' জানা গেল, মুশফিকুর রহিম হাসপাতালের ১০ তলার ৩০৫ নম্বর কেবিনে ভর্তি। সমস্যা গুরুতরও নয়। কিছু দিন থেকে জ্বর জ্বর ভাব ছিল। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, অধিনায়ক জন্ডিসে আক্রান্ত। তবে মাত্রা বেশি নয়। তারপরও বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানো হয়- বললেন মুশফিকের বাবা মাহবুব হামিদ। একই কথা বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 'মুশফিকের জ্বর জ্বর ভাব ছিল। গতকাল (বৃহস্পতিবার) এ্যাপোলো হাসপাতালে যাওয়ার পর প্রাথমিক পরীক্ষা করে দেখা গেছে ওর ভাইরাল হেপাটাইটিসের সমস্যা দেখা দিয়েছে। এটা এক ধরনের লিভারের প্রদাহ। এ কারণেই জ্বরটা হয়েছে। পরে হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সে সেখানেই ভর্তি হয়েছে। তবে এটা গুরুতর কিছু নয়।' মুশফিকুর রহিমের বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, 'আজকে (কাল) ও অনেক ভালো আছে। জ্বরটাও সেভাবে নেই। তবে এ ধরনের অসুস্থতার ফলে শারীরিক দুর্বলতা দেখা দেয়। এই দুর্বলতা কাটিয়ে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে।'মুশফিককে আজ যে কোনো সময় এ্যাপোলো হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলে জানালেন মাহবুব হামিদ।