স্প্যানিশদের জয় জয়কার সবখানেই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হচ্ছে 'অল স্প্যানিশ' ফাইনাল। ইউরোপা লিগে অবশ্য অল স্প্যানিশ ফাইনাল হয়নি। তবে ফাইনালে স্প্যানিশ প্রতিপক্ষ আছে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-১ গোলে হারলেও প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলে জয়ের সুবাদে ফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া। অ্যাওয়ে গোলের হিসাবে ভ্যালেন্সিয়াকে বিদায় নিতে হলো। অন্য সেমিফাইনালে জুভেন্টাসের সঙ্গে গোল শূন্য ড্র করেও প্রথম লেগে ২-১ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বেনফিকা। ইউরোপা লিগে সবচেয়ে দুর্ভাগা ক্লাব বেনফিকা। ১৯৮৩ ও ২০১৩ সালে ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি বেনফিকা। ইউরোপা লিগে তৃতীয় ফাইনালে কি শিরোপা জিততে পারবে বেনফিকা! বিপরীত দিকে সেভিয়ার রয়েছে ইউরোপা লিগে গৌরবজনক অতীত। ২০০৬ ও ২০০৭ সালে টানা দুবার ইউরোপা লিগ জয় করেছে সেভিয়া। এবারের ফাইনালে কি বেনফিকা প্রথম শিরোপা জিতবে! নাকি সেভিয়া তৃতীয় শিরোপা ঘরে তুলবে! ১৪ মে' জুভেন্টাস স্টেডিয়ামেই এর ফয়সালা হবে।