সানিয়া মির্জা-কারা ব্ল্যাক জুটি নারীদের ডাবলসে পর্তুগাল ওপেন টেনিসের ফাইনালে উঠেছে। সেমিফাইনালে লিজেল হামবার-লিসা রেমন্ড জুটিকে হারিয়ে এই জুটি ফাইনালে উঠলো।
গতকাল শুক্রবার আমেরিকান জুটিকে তারা ৬-৪, ৬-৩ সেটে হারায়। ডব্লিউটিএ পর্তুগাল ওপেনে ফাইনালে তারা লড়বে ইভা রিদিনোভা-ভালেরিয়া সলোভিয়েভা জুটির সঙ্গে।