ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন বিসিবি নর্থ জোনের ব্যাটসম্যান ফরহাদ হোসেন, ওয়াল্টন সেন্ট্রাল জোনের বিরুদ্ধে। প্রাইম ব্যাংক সাউথ জোনের স্পিনার আবদুর রাজ্জাক বল হাতে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিরুদ্ধে ৩৪ রানে নিয়েছেন চার উইকেট। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দিনটি নিজের করে নিয়েছেন দুই তারকা ক্রিকেটার।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ ও ৪ নং ভেন্যুতে অনুষ্ঠিত দুই ম্যাচে প্রথম দিন শেষে এগিয়ে রয়েছে নর্থ জোন ও সাউথ জোন। ফরহাদ হোসেনের সেঞ্চুরি এবং জুনায়েদ সিদ্দিক ও হামিদুল ইসলামের হাফ সেঞ্চুরিতে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে দিন শেষে ৪ উইকেটে ২৮৭ রান করেছে নর্থ জোন। মুশফিকুর রহিম জন্ডিসে আক্রান্ত হওয়ায় তার পরিবর্তে কাল নর্থ জোনের নেতৃত্ব দেন নাসির হোসেন। বিকেএসপির উইকেটের কথা চিন্তা করে টস জিতে কাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাসির। অধিনায়কের সিদ্ধান্ত যে মোটেও ভুল ছিল না তা ব্যাট হাতেই প্রমাণ করে দেন দুই ওপেনার হামিদুল ও জুনায়েদ। তাদের উদ্বোধনী জুটিতেই আসে ৮৮ রান। ৬৫ রান করে আউট হয়ে যান জুনায়েদ। দ্বিতীয় উইকেটে ফরহাদের সঙ্গে ৮৫ রানের আরেকটি জুটি গড়েন হামিদুল। শুরুতেই বড় দুই জুটিতে শক্ত ভীতের ওপর দাঁড়িয়ে যায় নর্থ জোন। আউট হওয়ার আগে ৬০ রান করেন হামিদুল। তবে সেঞ্চুরি পূরণ করেন ফরহাদ। ১৪টি বাউন্ডারি ও একটি ছক্কায় ১০৯ রান করেন তিনি। প্রথম দিনেই বড় সংগ্রহ পায় নর্থ জোন। তবে শেষ বিকালে ইলিয়াস সানির পর পর দুই বলে দুই উইকেট না হারালে দিন শেষে আরও ভালো অবস্থানে থাকত নর্থ জোন।
দিনের আরেক ম্যাচে ইস্ট জোনকে নিয়ে যেন রীতিমতো ছেলে খেলা করেছেন সাউথ জোনের দুই স্পিনার আবদুর রাজ্জাক ও সোহাগ গাজী বোলাররা। দুই বোলার মিলে নিয়েছেন ৭ উইকেট। মাত্র ১৩৫ রানেই অলআউট হয়েছে ইস্ট জোন। অলোক কাপালি ছাড়া আর কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। ইস্ট জোনের অধিনায়কের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৫৬ রান। রাজ্জাকের ৪ উইকেটের সঙ্গে সোহাগ গিয়েছেন ৩ উইকেট। বোলারদের দেখানো পথেই হেঁটেছেন সাউথ জোনের ব্যাটসম্যানরাও। তাই তো দিন শেষে এক উইকেট হারিয়ে ১০৮ রান করেছে তারা। ওপেনার এনামুল হক বিজয় ৫৯ রান করে অপরাজিত রয়েছেন।