অসুস্থ মুশফিকুর রহিমকে দেখতে কাল এ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তিনি বাংলাদেশ দলের অধিনায়কের সঙ্গে কথা বলেন এবং তার শারিরীক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। পাপন বলেন, 'আমি মুশফিকের সঙ্গে দেখা করেছি। সে দ্রুত সুস্থ হয়ে উঠছে। এখন তার শরীরে জ্বর নেই। সে আজ (কাল) বাসায় যেতে চেয়েছিল। কিন্তু চিকিৎসক বলেছেন, আগামীকাল সব রিপোর্ট আমরা হাতে পাব। তারপর হাসপাতাল ছাড়াই ভালো হবে।'
জ্বর নিয়ে বৃহস্পতিবার রাতে এ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুশফিকুর রহিম। যকৃতের প্রদাহে জ্বর এসেছিল জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তবে এখন অনেকটাই সুস্থতার
পথে তিনি।