লা লিগার শিরোপার আশা শেষ হয়ে গেল বার্সেলোনার। গতকাল ঘরের মাঠে গেতাফের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ড্র করলেও ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে ঘরোয়া লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে বার্সা। তবে ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে ২ ম্যাচ কম খেলেছে। আর বার্সেলোনার চেয়ে ১ ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৮৮। ফলে চলতি মৌসুমটা যে খালি হাতেই শেষ করতে যাচ্ছে বার্সেলোনা, তা মোটামুটি নিশ্চিত। কারণ কোপা দেল রে ফাইনালে রিয়ালের কাছে হেরে যাওয়া বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে পড়েছে।এদিন ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকে বার্সার খেলায় তেমন একটা ছন্দ না থাকলেও লিওনেল মেসির গোলে ২৩ মিনিটে এগিয়ে যায় তারাই। ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেসের দারুণ একটি পাসে ডি বক্সের মাঝ থেকে গোলটি করেন দলের সবচেয়ে বড় এই তারকা। তিন মিনিট বাদেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন পেদ্রো। কিন্তু তার শটটি রুখে দেন অতিথি গোলরক্ষক। আর এর ১৩ মিনিট বাদেই গোলটি পরিশোধ করে দেন গেতাফের মিডফিল্ডার আনহেল লাফিতা। স্বদেশের মিডফিল্ডার পাবলো সারাবিয়ার পাস থেকে গোলটি করেন স্পেনের লাফিতা। তবে গোলটি ছিল যথেষ্ট বিতর্কিত। বল জালে জড়ানোর পর দেখা যায় সহকারী রেফারি পতাকা তুলে রেখেছেন। কিন্তু গোলের সিদ্ধান্তেই অটল থাকেন রেফারি। দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণ আক্রমণাত্মক খেলা শুরু করে স্বাগতিক দল। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। প্রথম আট মিনিটেই তিনটি ভালো সুযোগ পায় তারা কিন্তু গোলের দেখা মেলেনি। দুইবার মেসি আরেকবার ইনিয়েস্তা ব্যর্থ হন। তবে ৬৭ মিনিটে গতবারের চ্যাম্পিয়নদের আর রুখতে পারেনি গেতাফের রক্ষণভাগ। চিলির স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। আট মিনিট পর আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন মেসি। প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন তিনি।খানিকবাদেই সমতায় ফিরতে পারতো অতিথি দল। তবে সারাবিয়ার দুর্দান্ত একটি ভলি ঝাঁপিয়ে পড়ে দলকে বাঁচিয়ে দেন গোলরক্ষক পিন্তো।তবে ইনজুরি সময়ের নাটকীয়তা চরম হতাশায় মুড়িয়ে দেয় পুরো ক্যাম্প ন্যুকে। বদলি মিডফিল্ডার মার্তিনেসের ক্রসে হেড করে স্বাগতিকদের কাছ থেকে মূল্যবান দুটি পয়েন্ট ছিনিয়ে নেন লাতিফা। এই গোলটিতে যতটা না গেতাফের কৃতিত্ব তার চেয়েও বড় ভুল ছিল স্বাগতিক রক্ষণভাগের। বলের লাইনে একই সারিতে বার্সার তিনজন থাকার পরও দলকে বিপদমুক্ত করতে পারেননি তারা।
শিরোনাম
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
বার্সার শিরোপার আশা শেষ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর