লা লিগার শিরোপার আশা শেষ হয়ে গেল বার্সেলোনার। গতকাল ঘরের মাঠে গেতাফের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ড্র করলেও ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে ঘরোয়া লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে বার্সা। তবে ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে ২ ম্যাচ কম খেলেছে। আর বার্সেলোনার চেয়ে ১ ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৮৮। ফলে চলতি মৌসুমটা যে খালি হাতেই শেষ করতে যাচ্ছে বার্সেলোনা, তা মোটামুটি নিশ্চিত। কারণ কোপা দেল রে ফাইনালে রিয়ালের কাছে হেরে যাওয়া বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে পড়েছে।এদিন ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকে বার্সার খেলায় তেমন একটা ছন্দ না থাকলেও লিওনেল মেসির গোলে ২৩ মিনিটে এগিয়ে যায় তারাই। ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেসের দারুণ একটি পাসে ডি বক্সের মাঝ থেকে গোলটি করেন দলের সবচেয়ে বড় এই তারকা। তিন মিনিট বাদেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন পেদ্রো। কিন্তু তার শটটি রুখে দেন অতিথি গোলরক্ষক। আর এর ১৩ মিনিট বাদেই গোলটি পরিশোধ করে দেন গেতাফের মিডফিল্ডার আনহেল লাফিতা। স্বদেশের মিডফিল্ডার পাবলো সারাবিয়ার পাস থেকে গোলটি করেন স্পেনের লাফিতা। তবে গোলটি ছিল যথেষ্ট বিতর্কিত। বল জালে জড়ানোর পর দেখা যায় সহকারী রেফারি পতাকা তুলে রেখেছেন। কিন্তু গোলের সিদ্ধান্তেই অটল থাকেন রেফারি। দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণ আক্রমণাত্মক খেলা শুরু করে স্বাগতিক দল। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। প্রথম আট মিনিটেই তিনটি ভালো সুযোগ পায় তারা কিন্তু গোলের দেখা মেলেনি। দুইবার মেসি আরেকবার ইনিয়েস্তা ব্যর্থ হন। তবে ৬৭ মিনিটে গতবারের চ্যাম্পিয়নদের আর রুখতে পারেনি গেতাফের রক্ষণভাগ। চিলির স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। আট মিনিট পর আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন মেসি। প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন তিনি।খানিকবাদেই সমতায় ফিরতে পারতো অতিথি দল। তবে সারাবিয়ার দুর্দান্ত একটি ভলি ঝাঁপিয়ে পড়ে দলকে বাঁচিয়ে দেন গোলরক্ষক পিন্তো।তবে ইনজুরি সময়ের নাটকীয়তা চরম হতাশায় মুড়িয়ে দেয় পুরো ক্যাম্প ন্যুকে। বদলি মিডফিল্ডার মার্তিনেসের ক্রসে হেড করে স্বাগতিকদের কাছ থেকে মূল্যবান দুটি পয়েন্ট ছিনিয়ে নেন লাতিফা। এই গোলটিতে যতটা না গেতাফের কৃতিত্ব তার চেয়েও বড় ভুল ছিল স্বাগতিক রক্ষণভাগের। বলের লাইনে একই সারিতে বার্সার তিনজন থাকার পরও দলকে বিপদমুক্ত করতে পারেননি তারা।
শিরোনাম
- শেয়ারমূল্য পড়ে যাচ্ছে, টেসলা খুঁজছে নতুন সিইও
- আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস
- মেসেঞ্জারে ভুল মেসেজ পাঠিয়ে ফেলেছেন? মাত্র ১৫ মিনিটে বাঁচার উপায়!
- আবারও ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন শোবিজ তারকারা
- চ্যাটজিপিটির পরামর্শে মামলায় জিতলেন তরুণ
- গ্রিনকার্ড থাকলেই নিশ্চিন্ত নন, যুক্তরাষ্ট্রে শুরু নতুন নজরদারি
- পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ নিষেধ!
- আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই : মাসুদ সাঈদী
- রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১১৩৭
- মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ!
- “রাত না কাটালে বাদ!” অঞ্জনার বিস্ফোরক স্বীকারোক্তি
- উত্তেজনা বাড়িয়ে ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
- ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী আহত
- করিডর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে : তারেক রহমান
- দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান মির্জা ফখরুলের
- ফেনীতে মে দিবসে আলোচনা সভা
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- দিনাজপুরে র্যালি-আলোচনায় প্রাণবন্ত মে দিবস
- পাকিস্তানি সেনাদের গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট
বার্সার শিরোপার আশা শেষ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর