লা লিগার শিরোপার আশা শেষ হয়ে গেল বার্সেলোনার। গতকাল ঘরের মাঠে গেতাফের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ড্র করলেও ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে ঘরোয়া লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে বার্সা। তবে ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে ২ ম্যাচ কম খেলেছে। আর বার্সেলোনার চেয়ে ১ ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৮৮। ফলে চলতি মৌসুমটা যে খালি হাতেই শেষ করতে যাচ্ছে বার্সেলোনা, তা মোটামুটি নিশ্চিত। কারণ কোপা দেল রে ফাইনালে রিয়ালের কাছে হেরে যাওয়া বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে পড়েছে।এদিন ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকে বার্সার খেলায় তেমন একটা ছন্দ না থাকলেও লিওনেল মেসির গোলে ২৩ মিনিটে এগিয়ে যায় তারাই। ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেসের দারুণ একটি পাসে ডি বক্সের মাঝ থেকে গোলটি করেন দলের সবচেয়ে বড় এই তারকা। তিন মিনিট বাদেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন পেদ্রো। কিন্তু তার শটটি রুখে দেন অতিথি গোলরক্ষক। আর এর ১৩ মিনিট বাদেই গোলটি পরিশোধ করে দেন গেতাফের মিডফিল্ডার আনহেল লাফিতা। স্বদেশের মিডফিল্ডার পাবলো সারাবিয়ার পাস থেকে গোলটি করেন স্পেনের লাফিতা। তবে গোলটি ছিল যথেষ্ট বিতর্কিত। বল জালে জড়ানোর পর দেখা যায় সহকারী রেফারি পতাকা তুলে রেখেছেন। কিন্তু গোলের সিদ্ধান্তেই অটল থাকেন রেফারি। দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণ আক্রমণাত্মক খেলা শুরু করে স্বাগতিক দল। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। প্রথম আট মিনিটেই তিনটি ভালো সুযোগ পায় তারা কিন্তু গোলের দেখা মেলেনি। দুইবার মেসি আরেকবার ইনিয়েস্তা ব্যর্থ হন। তবে ৬৭ মিনিটে গতবারের চ্যাম্পিয়নদের আর রুখতে পারেনি গেতাফের রক্ষণভাগ। চিলির স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। আট মিনিট পর আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন মেসি। প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন তিনি।খানিকবাদেই সমতায় ফিরতে পারতো অতিথি দল। তবে সারাবিয়ার দুর্দান্ত একটি ভলি ঝাঁপিয়ে পড়ে দলকে বাঁচিয়ে দেন গোলরক্ষক পিন্তো।তবে ইনজুরি সময়ের নাটকীয়তা চরম হতাশায় মুড়িয়ে দেয় পুরো ক্যাম্প ন্যুকে। বদলি মিডফিল্ডার মার্তিনেসের ক্রসে হেড করে স্বাগতিকদের কাছ থেকে মূল্যবান দুটি পয়েন্ট ছিনিয়ে নেন লাতিফা। এই গোলটিতে যতটা না গেতাফের কৃতিত্ব তার চেয়েও বড় ভুল ছিল স্বাগতিক রক্ষণভাগের। বলের লাইনে একই সারিতে বার্সার তিনজন থাকার পরও দলকে বিপদমুক্ত করতে পারেননি তারা।
শিরোনাম
- ‘অভিনন্দন লিজেন্ড’— শাহরুখকে এ আর রহমান
- কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা
- ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
- ১২ দিন পর রবিবার খুলছে মাইলস্টোন কলেজ
- এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে
- চাঁদপুরে ৩ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান
- বাগমারায় শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
- আবারও পদ্মার ভাঙনে দিশেহারা কয়েক হাজার মানুষ
- সন্তানের শেষ মুহূর্তের গল্পে কাঁদলেন ‘জুলাইয়ের মায়েরা’
- পায়ের আঙুল এনে হাতে প্রতিস্থাপন, কুমিল্লার চিকিৎসকদের সাফল্য
- পণ্যে ২০ শতাংশ মার্কিন কাঁচামাল থাকলে শুল্ক লাগবে না : বিজিএমইএ সভাপতি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে দুই মরদেহ উদ্ধার
- পুণ্ড্র ইউনিভার্সিটির ইইই বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
- হেফজখানায় বসুন্ধরা শুভসংঘের কুরআন শরীফ বিতরণ
- এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির
- বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি
- গর্ভবতী স্ত্রীর চিকিৎসার টাকার জন্য ভ্যানচালককে খুন
- অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ৫, রেললাইন অবরোধ করে বিক্ষোভ
- নওগাঁ ইসলামিয়া চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের উদ্বোধন
- রাঙামাটিতে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের পরিচিতি সভা
বার্সার শিরোপার আশা শেষ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর