সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আজ রবিবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে রিলিজ নিয়ে তিনি বাসায় ফেরেন। তবে পুরোপুরি সুস্থ হতে তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
মুশফিকের বাবা মাহাবুব হামিদ জানান, রবিবার সকালেই হাসপাতাল থেকে ছাড়া হয়েছে মুশফিককে। রক্ত পরীক্ষার পর তার সব রিপোর্ট পজিটিভ এসেছে। এখন তার জ্বর নেই, জন্ডিসের যে সম্ভাবনা ছিল সেটিও নেই।'
তিনি আরও জানান, চিকিৎসকরা বলেছেন মুশফিককে কিছুদিন বিশ্রামে রাখার জন্য। বিশ্রাম নিলেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।
গত বৃহস্পতিবার রাতে জ্বর নিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুশফিকুর রহিম। যকৃতের প্রদাহে জ্বর এসেছিল বলে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।