চলতি মরশুমে প্রিমিয়ার লিগে হতাশজনক পারফরম্যান্স করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেক্ষেত্রে ম্যান ইউয়ের ফুটবলারদের বিশ্বকাপের স্কোয়াডে থাকা কঠিন হবে বলছেন ইংল্যান্ডের কোচ রয় হজসন।
তিনি বলেছেন, 'খুব অল্প সংখ্যক ক্লাবের মধ্যে ইউনাইটেডে বেশি ইংল্যান্ডের ফুটবলার রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে তারা এবার ভাল পারফরম্যান্স করতে পারেননি। যদি ফুটবলাররা ক্লাব বা দলের হয়ে ভাল পারফরম্যান্স করতে না পারেন তাহলে কিন্তু জাতীয় দলে সুযোগ পাওয়া তাদের পক্ষে কিছুটা আশঙ্কা থেকেই যাচ্ছে।'