ব্রিটেনের সাবেক এক নম্বর টেনিস তারকা এলিনা বালতাচা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩০ বছর। ইউক্রেন বংশোদ্ভূত ও স্কটল্যান্ডে বসবাসকারী এলিনা ২০১৩ সালে টেনিস থেকে অবসর নিয়েছিলেন।
চলতি বছরের মার্চে এলিনা জানিয়েছিলেন যে তিনি লিভার ক্যান্সারে ভোগছেন। গত জানুয়ারির মাঝামাঝি সময়ে এলিনা জানতে পেরেছিলেন যে তিনি এ রোগে আক্রান্ত হয়েছেন। প্রফেশনাল টেনিস থেকে অবসর নেওয়ার দুই মাস পর ও বিয়ের মাত্র কয়েক সপ্তাহ পরই তিনি তা জানতে পেরেছিলেন।
এলিনার অকাল মৃত্যুতে তার স্বামী নিনো সেভেরিনো বলেন, 'আমাদের সুন্দরী, মেধাবী ও দৃঢ়চেতা এলিনার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ।'
প্রায় তিন বছরে ধরে এলিনা ব্রিটেনের এক নম্বর টেনিস তারকা ছিলেন। তিনি টেনিস ক্যারিয়ারে ১১টি একক শিরোপা জিতেছিলেন।