ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে হ্যাটট্রিক করলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বিসিবি নর্থ জোনের বিপক্ষে সোমবার হ্যাটট্রিকটি করেন তিনি।
বিসিবি নর্থের প্রথম ইনিংসের শেষ উইকেটটি পেয়েছিলেন রিয়াদ। এরপর দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে এসে প্রথম দুই বলে দুই উইকেট তুলে নেন ডানহাতি এই অফস্পিনার। টানা তিন বলে তিন উইকেট তুলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
নর্থের জোনের প্রথম ইনিংসে ৩ উইকেট নেন রিয়াদ। এজন্য খরচ করেন ১২৭ রান। প্রথম ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে শুভাষিস রায়কে আউট করেন। দ্বিতীয় ইনিংসে ২০তম ওভারে বল হাতে নেন রিয়াদ। প্রথম বলেই সাজঘরে ফেরান তাইজুল ইসলামকে। দ্বিতীয় বলে সরাসরি বোল্ড মুক্তার আলী। দ্বিতীয় ইনিংসে ১৭ রানে ২ উইকেট নেন তিনি।