লিভারপুলের স্ট্রাইকার লুইস সুয়ারেজ ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ড ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন ও পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশন সুয়ারেজকে বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচন করেন।
সুয়ারেজ চলতি প্রিমিয়ার লিগে ৩০টি গোল করেছেন। মূলত সুয়ারেজের গোলের জন্যই লিভারপুল এবার চ্যাম্পিয়নশিপের পথে। সেই কারণেই ৩০০ সাংবাদিক ভোট দিয়েছেন সুয়ারেজকে।
আগামী ১৫ মে লন্ডনের ল্যানচেস্টার হোটেলে এক জাঁকজমক অনুষ্ঠানে সুয়ারেজের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে।
এফডব্লুএ-র চেয়ারম্যান অ্যান্ডি ডান বলেছেন, 'লুইস এবার দুর্দান্ত ছন্দে রয়েছেন। ওর নিয়মিত গোলের জন্যই লিভারপুল এবার ভাল পারফরম্যান্স করেছে। আমাদের বিচারে সুয়ারেজকেই সেরা নির্বাচিত করেছি আমরা। যোগ্য লোককেই সম্মান দিলাম আমারা।'