বিয়ার এত ঠাণ্ডা হয়! পেপ গার্ডিওলা বিয়ারের শীতলতা এর আগে কখনোই অনুভব করেননি। শনিবার বুন্দেস লিগার শিরোপা হাতে নেওয়ার পর গার্ডিওলাকে বিয়ারের ঠাণ্ডায় শীতল করে দিয়েছিল শিষ্যরা। সংবাদ সম্মেলনে এসে সে ঘটনাটাই মজা করে বর্ণনা করছিলেন বার্সেলোনার সাবেক এই কোচ। ২৫ মার্চ বুন্দেস লিগার শিরোপা নিশ্চিত হয়েছিল বায়ার্ন মিউনিখের। শনিবার লিগের শেষ ম্যাচ শেষে সেই প্রাপ্য শিরোপাটাই তুলে দেওয়া হলো গার্ডিওলার শিষ্যদের হাতে। বায়ার্নের এটা ২৪তম এবং গার্ডিওলার প্রথম। সমালোচনার তীক্ষ্ন তীর একের পর এক ছুটে আসছিল পেপ গার্ডিওলার দিকে। সাবেক জার্মান কিংবদন্তিরা টিকিটাকা ফুটবলীয় দর্শনের বারোটা বাজিয়ে দিয়েছিল। সমালোচনা সহ্য করে গার্ডিওলা সাফ বলে দিলেন, আমি বদলাব না। বায়ার্ন মিউনিখকেই সিদ্ধান্ত নিতে হবে আমার ব্যাপারে। সমালোচনাগুলো ঝেড়েই যেন ফেলে দিলেন গার্ডিওলা। বুন্দেস লিগার শিরোপা দিয়ে অনেক কিছুই বদলে দিলেন তিনি। তবে গার্ডিওলা সেই আগের মতোই। কৃতিত্বটা দিয়ে দিলেন শিষ্যদের। 'এই দলটাকে নিয়ে আমি গর্বিত। দলের ফুটবলারদের নিয়েও আমি গর্বিত।' বুন্দেস লিগা জয়ের জন্য শিষ্যদের অভিনন্দন জানান তিনি। বার্সেলোনার কোচ হিসেবে তিনবার লিগ জয়ের কৃতিত্ব রয়েছে পেপ গার্ডিওলার। ইউরোপের সেরা আরও একটি লিগ জয় করলেন তিনি। গার্ডিওলার কাছে বুন্দেস লিগার এই প্রথম শিরোপাটা বার্সেলোনার হয়ে লা লিগায় প্রথম শিরোপা জয়ের চেয়ে কম কিছু নয়। 'প্রথমবার সত্যিই বিশেষ কিছু। যেমনটি কাতালানে হয়েছিল।' বুন্দেস লিগার শিরোপা হাতে পেপ গার্ডিওলা আরও একটি শপথ বাক্য পাঠ করলেন। জার্মান কাপটাও জিততে হবে।