ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে নিজেদের ম্যাচে সহজ জয় পেয়েছেন রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। ১৭টি গ্রান্ড স্ল্যাম জয়ী ফেদেরার স্লোভাকিয়ার লুকাস লাকোকে ৬-২, ৬-৪, ৬-২ সেটে হারিয়ে প্রথম রাউন্ডে জয় পান।
অপরদিকে গতবারের চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস তার প্রথম রাউন্ডের ম্যাচে ফ্রান্সের আলিজে লিমকে ৬-২, ৬-১ গেমে হারান।
এছাড়া প্রথম রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন আজনিয়েস্কা রাদভানস্কা, জো উইলফ্রে সোঙ্গা, মিলস রাওনিক, ভেনাস উইলিয়ামস, জন ইসনার ও টমাচ বারদিচ।