বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ও স্পেন। শনিবার অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়াকে। একই ব্যবধানে এল সালভাদরকে হারিয়েছে স্পেন।
আর্জেন্টিনার হয়ে শেষ প্রস্তুতি ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি। অপর গোলটি করেছে রিকার্ডো আলভারেজ। এদিকে স্পেনের হয়ে জোড়া গোল করে জয় নিশ্চিত করেন ডেভিড ভিয়া।
স্লোভেনিয়ার বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে যায় আলেসান্দ্রে সাবেলার দল। রিকার্ডো আলভারেজের গোলে লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে মেসির গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘অল্প অল্প করে আমরা বেশ আত্মবিশ্বাস অর্জন করেছি, ভালো খেলেছি। আশা করছি বিশ্বকাপেও ভালো খেলতে পারব। গ্রুপে আমরা ভালো অবস্থায় আছি। তবে আলেসান্দ্রের নির্দেশনা মতে শুরু থেকেই আমরা ভালো পারফরম্যান্স করতে চাই।’
এল সালভাদরের বিপক্ষে ডেভিড ভিয়া জোড়া গোল পাওয়ায় স্পেনের হয়ে রেকর্ড ৫৮ গোল করার গৌরব অর্জন করেন তিনি।