ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার ও ক্লাব কিংবদন্তী ফার্নান্দো হেলিকপ্টার দুর্ঘটণায় মারা গেছেন। গত শনিবার রাতে মধ্য ব্রাজিলের অরুয়ানায় অবতরণকালে এ দুর্ঘটনা ঘটে।
৩৬ বছর বয়সী এ স্ট্রাইকারকে আইডল মনে করেন ব্রাজিলের ফুটবলাররা। তাই এ দুঃসংবাদ আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া বিশ্বকাপ লড়াইয়ে ব্রাজিল দলের প্রস্তুতিতে প্রভাব ফেলবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক ক্লাব ফুটবলের কিংবদন্তী ফার্নান্দো তার ক্লাবের হয়ে একাই ৪২ গোল করার কৃতিত্ব অর্জন করেন। তার মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে ক্লাবগুলোতে।