নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে সকার ক্লাব ফেনীর হোম ভেন্যু বাতিলের প্রতিবাদে এবং ভেন্যু পুনর্বহালের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে ক্লাবটির সমর্থকরা। দাবি মানা না হলে সারা দেশের সঙ্গে ফেনীকে বিচ্ছিন্ন করে ফেলাসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলসড়ক বন্ধ করে দেয়া হবে বলেও এই সময় ঘোষণা দেন তারা।
আজ রবিবার সকালে ফেনী প্রেসক্লাবের সামনে ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে এ মানববন্ধন করে ক্লাবটির সমর্থক গোষ্ঠী। ক্লাবগুলোর মধ্যে যে দলগুলোর হোম ভেন্যু বাইরে তাদের একটি সকার ক্লাব ফেনী। ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়াম ছিল তাদের হোম ভেন্যু।
মানববন্ধন চলাকালে বক্তারা জানান, আগামীকাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। তারপরও দাবি মানা না হলে সারা দেশের সঙ্গে ফেনীকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলসড়ক বন্ধ করে দেয়া হবে। বাফুফের কর্মকর্তারা তিন দফা ফেনীর এই ভেন্যুটি পরিদর্শন শেষে ১৯টি শর্ত দিয়েছিল। ১৯টি শর্তই পূরণ করা হয়েছে। শর্ত পূরণের পরেও ভেন্যুটি বাতিল কার দুঃখজনক। ঢাকার প্রভাবশালী দুইটি ক্লাবের দাবির প্রেক্ষিতে বাফুফে ফেনীর এই ভেন্যুটি বাতিলের ঘোষণা দেয়। গত তিনটি মৌসুম পেশাদার লিগের খেলা এই ভেন্যুতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছিল। দর্শক সমাগমও ছিল দেশের বিভিন্ন স্টেডিয়াম থেকে বেশি। মানের দিক দিয়েও এই ভেন্যু দেশের ৩ থেকে ৪ নম্বরে থাকবে।