আগামীকাল সোমবার ঢাকায় আসছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হাথুরুসিংহে। রাত ১১টায় ঢাকায় পাঁ রাখার কথা এই শ্রীলঙ্কানের।
আগামী দুই বছরের জন্য হাথুরুসিংহেকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
হাথুরুসিংহের আসার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার সাব্বির রহমান।
আগামী ১ জুলাই থেকে কাজে যোগ দেওয়ার চুক্তি হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে ১০ জুন থেকেই ক্রিকেটারদের দায়িত্ব নিচ্ছেন হাথুরুসিংহে। মূলত জুনের মাঝামাঝিতে ভারতের বিপক্ষে সিরিজের জন্যই হাথুরসিংহেকে আগে আসার জন্য অনুরোধ করে বিসিবি।
হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার আগে ২০১১ সালের সেপ্টেম্বর থেকে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব পালন করেন। এক সময় শ্রীলঙ্কা দলের হয়েও কোচিংয়ের দায়িত্ব পালন করেন সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটার।
উল্লেখ্য, আগামী ১৫, ১৭ ও ১৯ জুন তিনটি ওয়ানডে ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। ইতোমধ্যেই সুরেশ রায়নাকে অধিনায়ক করে চুড়ান্ত দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া।