মাত্র ২ কোটি ৮০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পারফরম্যান্সের মূল্য দাঁড়িয়েছে ৮ কোটি ৩০ লাখ রুপি (প্রায় ১১ কোটি টাকা)! কেবল তাই নয়, সাকিব ছিলেন এবারে আসরে সেরা অষ্টম পারফরমার। একই সঙ্গে ক্রিকেটার নিলামে সেরা দশজনের মধ্যে তার অবস্থান চতুর্থ স্থানে। আইপিএলের সপ্তম আসরের পারফরম্যান্স বিশ্লেষণ করে ইএসপিএলের ক্রিকইনফো এসব তথ্য তাদের ওয়েব সাইটে প্রকাশ করেছে। ক্রিকইনফো জানায়, এবার আইপিএলে সাকিব ১৪৯.৩ স্ট্রাইকরেটে ২২৭ রান সংগ্রহ করেন। টুর্নামেন্টে গড় স্ট্রাইকরেট ১২৯ থেকে তিনি গড়ে ২০ শতাংশ এগিয়ে ছিলেন।
যে হিসেবে সংগৃহীত রানের চেয়ে বেশি ২৫৬ রানে কৃতিত্ব পাচ্ছেন সাকিব।
আইপিএলে সংগ্রহ করা প্রত্যেক রানের মূল্যের (১ লাখ ৩০ হাজার ৫৯৪ রুপি) সঙ্গে সাকিবের রান গুণ করলে দেখা যায়, সাকিব দলের জন্য ৩.৩৪ লাখ রুপির মূল্যের রান সংগ্রহ করেন।