এমনিই এবারের বিশ্বকাপে ডেথ গ্রুপে পড়েছে ইংল্যান্ড। ইতালি ও উরুগুয়েকে টপকে ব্রাজিল বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পার হতেই পারবে কিনা তা নিয়ে সন্দিহান সমর্থকরা। এর মধ্যে হন্ডুরাসের সঙ্গে গোলশূন্য ড্র করায় আরও হতাশ ইংলিশরা। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মায়ামির সান লাইফ স্টেডিয়ামে ১০ জনের হন্ডুরাসের সঙ্গেও জিততে পারেনি ইংল্যান্ড।
তবে পুরো ম্যাচেই একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন হজসনের শিষ্যরা। একের পর এক আক্রমণ করলেও গোল আদায় করে নিতে পারেনি। বজ পাতের কারণে প্রথমার্ধের খেলা ৪৩ মিনিট বন্ধ ছিল। ৬৬ মিনিটে ব্রায়ান বেকলেস লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় হন্ডুরাস। এরপরও গোল আদায় করে নিতে পারেনি ইংলিশরা। অন্যদিকে আগের দুই ম্যাচে ইসরায়েলের কাছে ৪-২ ও তুরষ্কের কাছে ২-০ গোলে হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে হন্ডুরাসের লড়াকু মানসিকতা সমর্থকদের মন জয় করে নিয়েছে।
ইংল্যান্ড বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও মূলত ড্যানিয়েল স্টারিজের ব্যর্থতায় তা কাজে আসেনি। ব্যর্থ হয়েছেন ওয়েইন রুনিও। তবে ১৪ মিনিটে ফ্রি-কিক থেকে প্রায় গোল করেই ফেলেছিলেন রুনি। কিন্তু হন্ডুরাস গোলরক্ষক নোয়েল বালাড্রারেস অসাধারণ দক্ষতায় দলকে বাঁচিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে ইংল্যান্ড। শেষ পর্যন্ত বঞ্চিত থেকেই মাঠ ছাড়ে ইংলিশরা। আগামী ১৪ জুন মানাওসে ইতালির বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে রুনিরা। হন্ডুরাসের সঙ্গে ড্র হওয়ায় হতাশ হজসন। তারপরেও কেউ ইনজুরিতে না পড়ায় স্বস্তিবোধ করেছেন। তবে তার বিশ্বাস, বিশ্বকাপে ঠিক তার শিষ্য জ্বলে উঠবেন। আসল লড়াইটা হবে সেখানেই।