ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নাম্বার ওয়ান টেনিস তারকা রাফায়েল নাদাল। এ নিয়ে টানা পাঁচবার এ শিরোপা জিতলেন নাদাল। এ পর্যন্ত রেকর্ড নয়বার ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতলেন তিনি। গতবারও এ শিরোপা জিতেছিলেন নাদাল।
গতকাল রাতে অনুষ্ঠিত ছেলেদের এককের ফাইনালে ৩-৬, ৭-৫, ৬-২, ৬-৪ গেমে জোকোভিচকে হারান শীর্ষ বাছাই নাদাল। প্রথম সেট হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান নাদাল। লড়াই করলেও স্পেনিশ এ তারকার জয় ঠেকাতে পারেননি জোকোভিচ।
২০০৫ সালে থেকে ২০০৮ পর্যন্ত ফরাসি ওপেনে টানা চারটি শিরোপা জেতেন নাদাল। তবে ২০০৯ সালে ব্যর্থ হলেও এরপর থেকে টানা পাঁচটি শিরোপা জিতেছেন তিনি।
‘ক্লে কোর্টের’ একমাত্র গ্র্যান্ড স্ল্যামে নাদালের এটা ৬৬তম জয়, বিপরীতে হেরেছেন মাত্র একটিতে। ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতে সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কিংবদন্তি পিট সাম্প্রাসের পাশে দাঁড়ালেন। ১৭টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে এখন নাদালের সামনে আছেন কেবল রজার ফেদেরার।
২০১২ সালের পর আবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাদালের কাছে হারলেন জোকোভিচ। নাদালের বিরুদ্ধে গতকাল জিততে পারলে শীর্ষস্থান পুনরুদ্ধারের সঙ্গে ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ও পূর্ণ হতো তার।
অস্ট্রেলিয়ান ওপেন চারবার এবং উইম্বলডন ও ইউএস ওপেন একবার করে জিতলেও ফরাসি ওপেন এখনো জেতা হয়নি নাম্বার ২ তারকা জোকোভিচের।