বিমান দুর্ঘটনায় গতকাল মারা গেলেন সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফার্নান্দো। এ সময় তার সঙ্গে চারজন বন্ধুও ছিলেন।
রাজধানী ব্রাসিলিয়ার উত্তর দিকে পাঁচশ কিমি যাওয়ার পরই বিধ্বস্ত হয় তাদেরকে বহনকারী হেলিকপ্টারটি। বিশ্বকাপের আগে সাবেক স্ট্রাইকারের মৃত্যুতে শোকাহত গোটা ব্রাজিল। ২০০৬ সালে ব্রাজিলের হয়ে কোপা জিতেছিলেন ফার্নান্দো। পাশাপাশি দক্ষিণ আমেরিকার প্রিমিয়ার লিগ খেতাব জিতেছিলেন ব্রাজিলের সাবেক এই স্ট্রাইকার।
ব্রাজিলের অপর স্ট্রাইকার ফ্রেডের সতীর্থ ছিলেন ফার্নান্দো। ২০০৫ সালে ফ্রেডের সঙ্গে খেলেছিলেন তিনি। ফার্নান্দোর মৃত্যুর খবরে টুইটারে ফ্রেড লিখেন, ‘“ব্রাজিলবাসীর জন্য দুঃখের দিন। ফার্নান্দোর মতো স্ট্রাইকার চলে গেলেন। ওর মৃত্যুতে আমি শোকাহত।”
ফার্নান্দোর মৃত্যুতে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে।