বাংলাদেশ ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হার দিয়ে শুরু করেছে। সফরে দুটি চার দিনের ম্যাচেও সিরিজ হেরেছে নাঈমরা।
আজ সোমবার প্রথম ওয়ানডে বাংলাদেশ 'এ' দলকে ১১৭ রানে হারায় স্বাগতিকরা। ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। আগামীকাল মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অন্দ্রে রাসেলের অপরাজিত শতকের ওপর ভর করে ৯ উইকেটে ৩২৭ রান সংগ্রহ করে হাই পারফরম্যান্স সেন্টার। এই রানের জবাবে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে ২১০ রানে অলআউট হয় ‘এ’ দল।