ফরাসি ফুটবলপ্রেমিকদের বুক ভেঙে গিয়েছিল। বিশ্বকাপে খেলতে পারছেন না ফ্র্যাঙ্ক রিবেরি। গত ফিফা ব্যালন ডি'অরেই যিনি মেসি-রোনালদোর নাম কিছুটা আড়ালে ঠেলে দিয়েছিলেন! রিবেরির বিদায়, একজন শ্রেষ্ঠ তারকা সামির নাসরির অনুপস্থিতি, এতসব চাপ সামলে ফরাসিরা বিশ্বকাপে ভোজবাজির মতো কিছু করতে পারবে কি? প্রশ্নটা ক্রমেই ঘোলাটে হচ্ছিল। কিন্তু করিম বেনজেমারা দেখালেন, রিবেরি-নাসরি ছাড়াও ফ্রান্স সমুজ্জ্বল। তারকাখ্যাতি না থাকলেও তারকার অভাব নেই ফরাসিদের। ক্যাবে, মাতুইদি, বেনজেমা, গিরদ এবং গ্রিজম্যানরা সবার অভাবই দূর করে দিতে পারেন। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জ্যামাইকার বিপক্ষে গোল-উৎসবের মধ্য দিয়ে সব শঙ্কা কাটিয়ে দিলেন বেনজেমারা। উসাইন বোল্টের দেশকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স!
রিবেরির ইনজুরি নিঃসন্দেহে ফ্রান্সের জন্য বড় ধরনের আঘাত। তাই বলে পিছনে পড়ে থাকতে রাজি নন মাতুইদিরা। জ্যামাইকার বিপক্ষে ম্যাচে দুটি গোল করেছেন প্যারিস সেইন্ট জার্মেইনের এই তারকা ফুটবলার। ম্যাচ শেষে বলছেন, 'রিবেরিকে হারিয়েছি আমরা। তবে এই নিয়ে কথা বলা বন্ধ করতে হবে। তাকে ছাড়াই এখন আমাদেরকে খেলতে হবে।' জ্যামাইকার বিপক্ষে রবিবারের ম্যাচ শেষে ফরাসি কোচ দিদিয়ের দেশম বললেন, 'আমরা বিশ্বমানের একজন তারকা হারিয়েছি। শতভাগ ফর্মে থাকা রিবেরিকে নিয়ে ফরাসি দল হতো অসাধারণ। তবে এখানে এমন তারকা ফুটবলার আছে যারা দলগতভাবে চমৎকার ফুটবল উপহার দিতে পারে।' রিবেরির অভাব পূরণ করে দিতে পারবেন বেনজেমা-গিরদ-মাতুইদি ত্রয়ী। জ্যামাইকার বিপক্ষে মাতুইদি ছাড়াও দুটি করে গোল করেছেন করিম বেনজেমা এবং গ্রিজম্যান। এছাড়াও গোল করেছেন ক্যাবে এবং গিরদ। ব্রাজিল বিশ্বকাপে ফ্রান্স ই গ্রুপে সুইজারল্যান্ড, ইকুয়েডর এবং হন্ডুরাসের মুখোমুখি হবে। হন্ডুরাসকে হিসেবে না ধরলেও সুইজারল্যান্ডের পাশাপাশি ইকুয়েডরকেও সতর্ক চোখে পরীক্ষা করতে হবে ফরাসিদের। গ্রুপ পর্ব পাড়ি দেওয়ার পরও বিপদ কাটবে না বেনজেমাদের। দুর্ভাগ্যক্রমে গ্রুপ রানার্সআপ হলে দ্বিতীয় রাউন্ডেই দেখা হতে পারে লিওনেল মেসির আর্জেন্টিনার সঙ্গে!