প্রয়োজন মাত্র এক পয়েন্ট। কাক্সিক্ষত সেই পয়েন্টের আশায় মারাকানা স্টেডিয়ামে ১৯৫০ সালের ১৬ জুলাই উপস্থিত হয়েছিলেন প্রায় ২ লাখ ফুটবলপ্রেমী। উরুগুয়ের বিপক্ষে সেদিনের অলিখিত ফাইনালটা ব্রাজিলিয়ানরা শুরু করেছিলেন উৎসবমুখর পরিবেশে। হলুদ-নীল সাজে সেজেছিল মারাকানা স্টেডিয়াম। উৎসবে উৎসবে মেতে উঠতে মুখিয়ে ছিল পুরো ব্রাজিল। শেষ পর্যন্ত উৎসবের রংয়ে সাজা হয়নি, আনন্দে মাতোয়ারা হতে পারেনি ব্রাজিলিয়ানরা। বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশটিকে শোকের কালো কাপড়ে ঢেকে বিশ্বকাপের শিরোপা জিতেছিল উরুগুয়ে। সেই দিনটিকে দুঃখের দিন, কষ্টের দিন ভাবা হয় এখনো ব্রাজিলে। দিনটিকে ডাকা হয় ‘মারাকানাজো’ বলে। ৬৪ বছর পর ব্রাজিলে আবারও ফিরেছে বিশ্বকাপ ফুটবল। ব্রাজিলিয়ানরা এবার চাইছেন শিরোপা। সেদিনের নয় বছরের বালক পেলে চাইছেন প্রতিশোধ। ১৩ জুলাইয়ের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চাইছেন উরুগুয়েকে।
৬৪ বছর পর ব্রাজিলে বিশ্বকাপ ফেরায় এখন অনেকেই স্বপ্ন দেখছেন। বিশ্লেষকরা বলছেন, এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট ব্রাজিল। নেইমার, স্পেনিশ কোচ ভিনসেন্ট দেল বক্সরা বলছেন, ফাইনালে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা। তিনবারের বিশ্বকাপ জেতা, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে চাইছেন ব্রাজিল-উরুগুয়ে ফাইনাল। মেক্সিকোতে ব্ল্যাঙ্কো সান্তাদার স্কলারশিপের উদ্বোধনকালে মিডিয়ার মুখোমুখিতে বলেন ১৯৫০ সালের ফাইনালের দুই ফাইনালিস্টকে চান, ‘আমি ফাইনালে ব্রাজিল-উরুগুয়েকে চাই। আমি চাই ১৯৫০ সালের বিশ্বকাপের প্রতিশোধ।’ ওই ম্যাচে উরুগুয়ে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। ওই ম্যাচটিকে স্মরণ করতে ব্রাজিলিয়ানরা নাম দিয়েছেন ‘মারাকানাজো’।
১৯৫০ সালের বিশ্বকাপের পর পাঁচবার শিরোপা জিতেছে। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপের শিরোপা জিতেছে ব্রাজিল। কিন্তু সেই দুঃখ আজও বয়ে বেড়াচ্ছে ব্রাজিলিয়ানরা। সেই দুঃখের কিছুটা লাঘব করেছিল ব্রাজিল ১৯৫৮ সালে ১৭ বছরের টগবগে পেলের হাত ধরে। ওটা ছিল ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়। ওই আসর নিয়ে পেলে বলেন, ‘সুইডেনে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ ক্যারিয়ার শুরু করেছিলাম আমি। আমাদের সম্পর্কে তখন কেউই কিছু জানতেন না। এমনকি কোনো সাংবাদিকও আমাদের দেখতে আসেনি। সে সময় মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে সন্দিহান ছিল। বিশ্বকাপ জেতার পরই সবাই জানতে পেরেছে ব্রাজিলকে।’ এবারের আসর ব্রাজিলকে আবার বিশ্ববাসী জানবে বলেন পেলে, ‘আমি তরুণদের বলছি, বিশ্বকাপ ফুটবল এমন একটি টুর্নামেন্ট, যা ব্রাজিল সম্পর্কে জানতে শেখাবে।’
১২ জুন বিশ্বকাপ শুরু হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে। আসরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে ‘এ’ গ্র“পে। ১৭ জুন মেক্সিকো এবং ২৩ জুন ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
ফাইনালে উরুগুয়েকে চান পেলে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর