প্রয়োজন মাত্র এক পয়েন্ট। কাক্সিক্ষত সেই পয়েন্টের আশায় মারাকানা স্টেডিয়ামে ১৯৫০ সালের ১৬ জুলাই উপস্থিত হয়েছিলেন প্রায় ২ লাখ ফুটবলপ্রেমী। উরুগুয়ের বিপক্ষে সেদিনের অলিখিত ফাইনালটা ব্রাজিলিয়ানরা শুরু করেছিলেন উৎসবমুখর পরিবেশে। হলুদ-নীল সাজে সেজেছিল মারাকানা স্টেডিয়াম। উৎসবে উৎসবে মেতে উঠতে মুখিয়ে ছিল পুরো ব্রাজিল। শেষ পর্যন্ত উৎসবের রংয়ে সাজা হয়নি, আনন্দে মাতোয়ারা হতে পারেনি ব্রাজিলিয়ানরা। বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশটিকে শোকের কালো কাপড়ে ঢেকে বিশ্বকাপের শিরোপা জিতেছিল উরুগুয়ে। সেই দিনটিকে দুঃখের দিন, কষ্টের দিন ভাবা হয় এখনো ব্রাজিলে। দিনটিকে ডাকা হয় ‘মারাকানাজো’ বলে। ৬৪ বছর পর ব্রাজিলে আবারও ফিরেছে বিশ্বকাপ ফুটবল। ব্রাজিলিয়ানরা এবার চাইছেন শিরোপা। সেদিনের নয় বছরের বালক পেলে চাইছেন প্রতিশোধ। ১৩ জুলাইয়ের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চাইছেন উরুগুয়েকে।
৬৪ বছর পর ব্রাজিলে বিশ্বকাপ ফেরায় এখন অনেকেই স্বপ্ন দেখছেন। বিশ্লেষকরা বলছেন, এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট ব্রাজিল। নেইমার, স্পেনিশ কোচ ভিনসেন্ট দেল বক্সরা বলছেন, ফাইনালে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা। তিনবারের বিশ্বকাপ জেতা, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে চাইছেন ব্রাজিল-উরুগুয়ে ফাইনাল। মেক্সিকোতে ব্ল্যাঙ্কো সান্তাদার স্কলারশিপের উদ্বোধনকালে মিডিয়ার মুখোমুখিতে বলেন ১৯৫০ সালের ফাইনালের দুই ফাইনালিস্টকে চান, ‘আমি ফাইনালে ব্রাজিল-উরুগুয়েকে চাই। আমি চাই ১৯৫০ সালের বিশ্বকাপের প্রতিশোধ।’ ওই ম্যাচে উরুগুয়ে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। ওই ম্যাচটিকে স্মরণ করতে ব্রাজিলিয়ানরা নাম দিয়েছেন ‘মারাকানাজো’।
১৯৫০ সালের বিশ্বকাপের পর পাঁচবার শিরোপা জিতেছে। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপের শিরোপা জিতেছে ব্রাজিল। কিন্তু সেই দুঃখ আজও বয়ে বেড়াচ্ছে ব্রাজিলিয়ানরা। সেই দুঃখের কিছুটা লাঘব করেছিল ব্রাজিল ১৯৫৮ সালে ১৭ বছরের টগবগে পেলের হাত ধরে। ওটা ছিল ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়। ওই আসর নিয়ে পেলে বলেন, ‘সুইডেনে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ ক্যারিয়ার শুরু করেছিলাম আমি। আমাদের সম্পর্কে তখন কেউই কিছু জানতেন না। এমনকি কোনো সাংবাদিকও আমাদের দেখতে আসেনি। সে সময় মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে সন্দিহান ছিল। বিশ্বকাপ জেতার পরই সবাই জানতে পেরেছে ব্রাজিলকে।’ এবারের আসর ব্রাজিলকে আবার বিশ্ববাসী জানবে বলেন পেলে, ‘আমি তরুণদের বলছি, বিশ্বকাপ ফুটবল এমন একটি টুর্নামেন্ট, যা ব্রাজিল সম্পর্কে জানতে শেখাবে।’
১২ জুন বিশ্বকাপ শুরু হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে। আসরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে ‘এ’ গ্র“পে। ১৭ জুন মেক্সিকো এবং ২৩ জুন ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ।
শিরোনাম
- জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা-পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে: তথ্যসচিব
- বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন নতুন উদ্যম সৃষ্টি করবে: সংস্কৃতি উপদেষ্টা
- জাতীয়করণে শিক্ষকদের এক মাসের আলটিমেটাম
- মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা দেওয়ার সম্ভাবনা
- ফিলিস্তিন ছাড়াও মিসর-জর্ডানের অংশ নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা চান নেতানিয়াহু
- হু হু করে বাড়ছে পদ্মা-গড়াই নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- নির্বাচনের খবরে বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন : আমীর খসরু
- নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবে না : অর্থ উপদেষ্টা
- বরেণ্য শিক্ষাবিদ যতীন সরকার আর নেই
- পুতিনের সঙ্গে বৈঠকের আগেই ট্রাম্পের সঙ্গে কথা বলবেন ইউরোপীয় নেতারা
- নদী পরিবহন প্রকল্পের কাজ থেকে তমা কনস্ট্রাকশনকে বাদ দিল সরকার
- ঢাকায় নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল
- আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২১ আগস্ট
- একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : রিজভী
- নতুন ৭ দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন পণ্য
- সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
- চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে হত্যা, আটক ১
- কাঁকড়ার নৌকায় চাঁদাবাজি, পুলিশে দেওয়া চাঁদাবাজকে ছেড়ে দেয়ার অভিযোগ
- কাপ্তাই হ্রদে মাছের বাম্পার আহরণ, রাজস্ব আয়ে রেকর্ড
- কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না : অর্থ উপদেষ্টা
ফাইনালে উরুগুয়েকে চান পেলে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর