মালয়েশিয়া যাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছে হকি দল। ১৭ জানুয়ারি থেকে সিঙ্গাপুরে ওয়ার্ল্ড হকি লিগের পরবর্তী রাউন্ডে খেলবে বাংলাদেশ। তার আগে মালয়েশিয়াতে দুটো প্রীতি ম্যাচ খেলার কথা। ১১ জানুয়ারি মালয়েশিয়া অনূধর্্ব-২১ ও ১৩ জানুয়ারি স্থানীয় এক ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার কথা। শেষ পর্যন্ত যাওয়া হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ট্যুরে সফরসঙ্গী হওয়া ২৪ জনের পাসপোর্ট এখনো এক সঙ্গে হাতে পাওয়া যায়নি। বুধবার সকালে পাওয়া গেলে মালয়েশিয়া দূতাবাসে ভিসার জন্য আবেদন করবেন। মালয়েশিয়াতে এখন বেশ কড়াকড়ি। ভিসা চাইলেই অধিকাংশ সময়ে তা মিলছে না। বাংলাদেশ জাতীয় দল এক সঙ্গে সবাই ভিসা পাবেন তা নিশ্চিত নয়। এক্ষেত্রে ২/৩ দিন সময় লাগতে পারে। ১১ তারিখে তাই মালয়েশিয়াতে ম্যাচ ধরা সম্ভব নয়। এতে করে ট্যুর বাতিল হওয়ার শঙ্কা রয়েছে। কর্মকর্তাটি জানান, এক্ষেত্রে অবশ্য সিঙ্গাপুরে ভিসার জন্য কোনো সমস্যা হচ্ছে না। নির্ধারিত সময়ে সেখানে যাওয়া যাবে।