অনেকেই বলছে, বার্সেলোনা বছরের প্রথম ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদকে টপকে যেতে পারত লিওনেল মেসি রিয়াল সুসিদাদের বিপক্ষে ম্যাচের প্রথম থেকে খেললে। কিন্তু ম্যাচের শুরুতে মেসি সাইডলাইনে বসেছিলেন বলেই বার্সেলোনাকে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। তবে কোচ লুইস এনরিকে নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন না। তার মতে, তিনি যা করেছেন ঠিকই করেছেন। এনরিকে বলছেন, 'আমার কাছে মনে হয় না আমি ভুল কিছু করেছি। আমাকে কেবল একটা ম্যাচ নয়, পুরো মৌসুমের কথা ভাবতে হবে।' এনরিকের মতে, বার্সেলোনা হেরেছে জর্দি আলবার আত্দঘাতী গোলেই। ম্যাচের দ্বিতীয় মিনিটেই আত্দঘাতী গোল করেছিলেন আলবা। এর পর দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি মাঠে নেমেও তেমন কিছু করতে পারেননি।
সামনে লা লিগা জয় করা এনরিকের জন্য কঠিনই হয়ে গেল।