অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের জন্য আয়ারল্যান্ড তাদের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। বিশ্বকাপে দেশটির নেতৃত্ব দিবেন উইলিয়াম পোর্টারফিল্ড। স্কোয়াডের অন্য খেলোয়াড়েরা হচ্ছেন অ্যান্ড্রু বালবিরনি, পিটার চেইজ, আলেক্স কুস্যাক, জর্জ ডকরেল, এড জয়সি, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জন মুনি, টিম মারটাগ, কেভিন ও'ব্রাইন, নিয়াল ও'ব্রাইন, পল স্টারলিং, স্টুয়ার্ট থম্পসন, গেরি উইলসন ও ক্রেইগ ইয়ং। অায়ারল্যান্ড গতকাল তাদের ১৫ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করে। খবর এএফপির
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আগামী মাসের ১৪ তারিখ থেকে এই বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে মোট ১৪টি দেশ অংশগ্রহণ করবে। গতকাল ভারতও মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তাদের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে। এতে বাদ পড়েছেন অল রাউন্ডার যুবরাজ সিং। বাংলাদেশও রবিবার তার ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।
বিডি-প্রতিদিন/ ৭ জানুয়ারি ২০১৫/শরীফ