পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আজ তাদের ১৫ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। এতে অন্তর্ভুক্ত হয়েছেন 'নিষিদ্ধ' বোলার মোহাম্মদ হাফিজ ও দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা পেসার সোহাইল খান। বাদ পড়েছেন একদিনের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে মিডলঅর্ডারের নির্ভরযোগ্য বাঁ হাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলম ও বোলার উমর গুল। ফাওয়াদের জায়গায় নির্বাচকরা বেছে নিয়েছেন আরেক মিডলঅর্ডার ব্যাটসম্যান হ্যারিস সোহাইলকে। খবর ডনের
বিশ্বকাপ স্কোয়াডে স্থান পাওয়া বোলার সোহাইল খান সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০১১ সালে। অথচ তাকে স্কোয়াডে রেখেছে নির্বাচকরা। মিসবাহ-উল-হকের নেতৃত্বে স্কোয়াড়ে জায়গা পাওয়া অন্য খেলোয়াড়েরা হচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনূস খান, আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, উমর আকমল, শোয়েব মাকসুদ, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, এহসান আদিল ও ওয়াহাব রিয়াজ।
বিডি-প্রতিদিন/ ৭ জানুয়ারি ২০১৫/শরীফ