টানা চার টেস্টে সেঞ্চুরি করে স্যার ডন ব্র্যাডম্যান ও জ্যাক কালিসকে ছুঁয়ে ফেললেন অস্ট্রেলীয় দলের অধিনায়ক স্টিভেন স্মিথ।
ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্নের পর এবার সিডনিতেও সেঞ্চুরি করেন স্মিথ। বুধবার সিডনিতে ২০৮ বলে ১১৭ রানের ইনিংসটি সাজানো ছিল ১৫টি বাউন্ডারির সাহায্যে। একই সঙ্গে চার ম্যাচের সিরিজে প্রতিটি টেস্টেই সেঞ্চুরি করেন ব্র্যাডম্যান ও কালিসের সঙ্গে নাম লেখালেন স্মিথ।
অধিনায়ক হিসেবে টানা তিনটি টেস্টে সেঞ্চুরি করে আগেই বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। এর আগে অ্যাডিলেডে অপরাজিত ১৬২, ব্রিসবেনে ১৩৩ এবং মেলবোর্নে ১৯২ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার এই ভারপ্রাপ্ত অধিনায়ক।
সাত ইনিংসে স্মিথের সংগ্রহে ৬৯৮। গড় ১৩৯.৬০ করে। আর মাত্র ১৮ রান করলেই এক সিরিজে ব্র্যাডম্যানের সর্বাধিক ৭১৫ রানও ছুঁয়ে ফেলবেন স্মিথ। ১৯৪৭-৪৮ মওসুমে ভারতের বিরুদ্ধে ৭১৫ রান করেছিলেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব