অস্ট্রেলিয়ায় ঘরোয়া টি২০ লিগ বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচে হোবার্ট হ্যারিকেনসের বিপক্ষে ৩৭ রানের জয় পেয়েছে সাকিব আল হাসানের দল মেলবোর্ন রেনিগেডস।
বুধবার বেলেরিভ ওভালে স্বাগতিক হোবার্ট হারিকেনসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১৬৩ রান করে রেনিগেডস। ইনিংসের ১৬.২ ওভারে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন সাকিব। হ্যাভিয়ের দোহার্তির বলে জর্জ বেইলির হাতে ধরা পড়ার আগে ১২ বলে দুই চারের সাহায্যে ১৪ রান করেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। জবাবে ১৯.২ ওভারেই ১২৬ রানেই অলআউট হয়ে যায় হারিকেনস হোবার্ট। বল হাতে ২ উইকেট নেন সাকিব। এ নিয়ে ৫ ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পেলো মেলবোর্ন রেনিগেডস।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব